রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

চুয়াডাঙ্গায় নির্যাতনে বাংলাদেশি নিহত

নওগাঁয় অপহৃত ২

প্রতিদিন ডেস্ক

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এক বাংলাদেশিকে ধরে নিয়ে নির্যাতন করে মারার পর লাশ ফেলে রেখে গেছে এবং অপর দুই বাংলাদেশিকে অপহরণ করে আটকে রেখেছে। ঘটনা দুটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার চাকুলিয়া সীমান্তে এবং নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত এলাকায়। চুয়াডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, চাকুলিয়া সীমান্তে বিএসএফের নির্যাতনে নিহত বাংলাদেশির নাম বকুল মণ্ডল (২৮)।  তিনি দামুড়হুদার ফুলবাড়ি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে। গতকাল ভোররাতে তাকে বিএসএফের হাতে নির্যাতনের শিকার হতে হয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, ভোররাতে বকুল মণ্ডলসহ ৪/৫ জন গরু ব্যবসায়ী গরু আনার জন্য চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের হুদাপাড়া সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা বকুলকে আটক করলে অন্যরা পালিয়ে আসে। তিনি আরও জানান, হত্যা ও নির্যাতন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেওয়া হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয়েছে। বকুল মণ্ডলের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই গরুব্যবসায়ী। সে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে। নির্যাতনে মারা যাওয়ার পর বিএসএফরা তাকে সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের হুদাপাড়া এলাকায় ফেলে রেখে যায়। পরে তার সঙ্গী অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নিয়ে আসে। নওগাঁ প্রতিনিধি জানান, নীতপুর সীমান্ত এলাকা থেকে গতকাল ভোর রাতে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা হলেন পোরশা উপজেলার বিষ্ণপুর গ্রামের খোশ মোহাম্মদের ছেলে নাইমুল ইসলাম (৪০) ও সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে আলিমুদ্দীন (২৫)। এ বিষয়ে বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাইমুল ও আলিমুদ্দীনসহ ৬/৭জন বাংলাদেশি শুক্রবার রাতে গরু আনতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। গতকাল ভোর রাতে গরু নিয়ে তারা পোরশা উপজেলার নিতপুর সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে ফেরার সময় বিএসএফ তাদের তাড়া করে। তখন অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও নাইমুল ও আলিমুদ্দীনকে বিএসএফ ধরে নিয়ে যায়। এ ব্যাপারে নওগাঁ বিজিবি ১৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আলী রেজা বলেন, নাইমুল ইসলাম ও আলিমুদ্দীন ওই সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে স্থানীয় পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের ফিরিয়ে আনতে ১৪ বিজিবির পক্ষ থেকে ব্যাটালিয়ন পর্যায়ে ৬০ বিএসএফ ব্যাটালিয়নকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে চিঠি প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ খবর