রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ছাত্রলীগ হলো রাজনীতির হাতেখড়ি

ময়মনসিংহ প্রতিনিধি

ছাত্রলীগ হলো রাজনীতির হাতেখড়ি

জনপ্রশাসনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘ছাত্রলীগের প্রতিটা ছেলেই আমাদের সম্পদ, আমাদের শক্তি, আমাদের মেধা, আমাদের চিন্তা। ছাত্রলীগ হলো রাজনীতির হাতেখড়ি এবং এখান থেকে প্রশিক্ষণ নেওয়া।’ গতকাল বিকালে ময়মনসিংহ নগরীর ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ    জেলা ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এ কথা বলেন। নিজের ছাত্র রাজনীতির স্মৃতিচারণ করে সৈয়দ আশরাফ বলেন, আমি এই বৃহত্তর ময়মনসিংহে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। রাজনীতির হাতেখড়ি তৈরি হয় এই ছাত্রলীগ থেকেই। ছাত্রলীগ থেকেই প্রাথমিক প্রশিক্ষণ নেই। আজকেও নতুন নতুন জাতীয় নেতা তৈরি হচ্ছে এই ছাত্রলীগ থেকে। ছাত্রলীগ শুধু আওয়ামী লীগেরই না, ছাত্রলীগ জাতির সম্পদ। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরকার মো. সব্যসাচীর পরিচালনায় ও সভাপতি রকিবুল ইসলাম রকিবের সভাপতিত্বে এ সমাবেশে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, গফরগাঁও-১০ আসনের এমপি ফাহমি গোলন্দাজ বাবেল, নান্দাইল-৯ আসনের এমপি আনোয়ারুল আবেদীন তুহিন, ভালুকা-১১ আসনের এমপি অধ্যাপক ডা. এম আমানউল্লাহ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত, সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গৌরীপুর আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহম্মেদ। এর আগে অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান।

সর্বশেষ খবর