রবিবার, ৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শুধু শাস্তিতে অপরাধ দমন হয় না

নিজস্ব প্রতিবেদক

শুধু শাস্তিতে অপরাধ দমন হয় না

সমাজ অপরাধমুক্ত করতে আইন প্রয়োগের পাশাপাশি বিকল্প উপায় খোঁজার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেন, শুধু শাস্তি দিয়ে অপরাধ দমন করা যাবে না। আইন প্রয়োগের পাশাপাশি অপরাধ দমনের বিকল্প উপায়ও খুঁজে বের করতে হবে। অপরাধ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও বিচারবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজের  প্রথম বার্ষিক সম্মেলনে গতকাল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ‘সহিংসতার নানা ধরন : বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় মন্ত্রী অংশ নেন। তিনি বলেন, ‘আমরা দেখেছি শত শত বছর ধরে শাস্তি দিয়েও অপরাধ দমানো যায়নি, যাচ্ছে না। আজকের পৃথিবীতে নতুন নতুন অপরাধ দেখা যাচ্ছে, যা একসময় চিন্তাও করা যেত না।’ মূল?্যবোধের অবক্ষয়ের জন্য সামাজিক প্রতিষ্ঠানগুলোর দুর্বল হয়ে পড়াকে দায়ী করে মন্ত্রী বলেন, পরিবার হচ্ছে শিক্ষার মূল কাঠামো। এরপর শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, প্রতিষ্ঠানগুলো মূল্যবোধ তৈরি করত। কিন্তু এখন পরিবার-সমাজের যোগসূত্রগুলো দুর্বল হয়ে পড়েছে। একে সমুন্নত করতে হবে। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরনেও পরিবর্তন এসেছে। এ কারণে অপরাধ দমন বা মোকাবিলা করতে আগে অপরাধের কারণ খুঁজে বের করতে হবে। এজন্য বিজ্ঞানসম্মত গবেষণা দরকার। তিনি বলেন, বর্তমানে নতুন নতুন যেসব অপরাধ সংঘটিত হচ্ছে তাকে অপরাধতত্ত্ব হিসেবে ধরে নিয়ে এর বিজ্ঞানসম্মত গবেষণা করতে হবে। আইন প্রয়োগ বা বিচারের পাশাপাশি অপরাধের সামাজিক, সাংস্কৃতিক ও মনস্তাত্ত্বিক কারণ খুঁজে বের করে এর উপশম ঘটাতে হবে। অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্রাইম অ্যান্ড জাস্টিস স্টাডিজরে চেয়ারপারসন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মোকাররম হোসাইন। আলোচনা করেন যুক্তরাষ্ট্রের ভালডোস্টা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক মিজানুর রহমান মিয়া ও সাউথ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক শফিকুর রহমান।

সর্বশেষ খবর