সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
হামলা ও বাধার অভিযোগ

বিএনপির বিক্ষোভ কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের বাধা ও সরকারি দলের কর্মীদের হামলার মুখে গতকাল বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিএনপি।      ঢাকায় প্রতিটি থানায় এ কর্মসূচি পালনের ঘোষণা দিলেও মহানগরীতে ঢিলেঢালা কর্মসূচি পালন করে দলটি। মাত্র কয়েকটি থানায় স্বল্প সময়ের ঝটিকা মিছিল ছাড়া বেশিরভাগ স্থানেই নেতা-কর্মীদের মাঠে নামতে দেখা যায়নি। কেন্দ্রীয় বিএনপির অভিযোগ— অনেক থানায় আগের রাতেই পুলিশ নেতা-কর্মীদের বাড়িঘরে হানা অনেককে আটক করে নিয়ে যায় এবং ভয়-ভীতি প্রদর্শন করে। যার ফলে সেসব স্থানে কর্মসূচি পালন সম্ভব হয়নি। ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’ উপলক্ষে রাজধানীতে ডাকা সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে গত শনিবার দেশব্যাপী এ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি। গতকাল সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজধানীর বাইরেও বেশিরভাগ স্থানেই পুলিশ ও ক্ষমতাসীন দলের কর্মীরা বিএনপির এই বিক্ষোভ মিছিলে হামলা ও বাধার সৃষ্টি করে বলে অভিযোগ করা হয়। বলা হয়, গাজীপুরের রূপগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, সিলেট, দিনাজপুর, বরিশাল, পটুয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলার বিভিন্ন স্থানে পুলিশের বাধার মুখে বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড হয়ে গেছে। জানা গেছে, রাজধানীর কদমতলী, আদাবর, শাহ আলী, কামরাঙ্গিরচর ও ধানমণ্ডি থানা বিএনপি বেলা ২টা থেকে ৪ টার মধ্যে ঝটিকা মিছিল বের করে। এর মধ্যে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমের নেতৃত্বে ধানমন্ডি থানা বিএনপি বেলা ২টা ২০ মিনিটে ল্যাবএইড হাসপাতালের পার্শ্ববর্তী সড়কে একটি মিছিল বের করে কিছুটা সামনে যাবার পর পুলিশের বাধার মুখে তা ছত্রভঙ্গ হয়ে যায়। শাহ আলী থানা বিএনপির মিছিলে বিসিআইসি স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে ৭ জন নেতা-কর্মীকে পুলিশ আটক করে নিয়ে যায় বলে অভিযোগ করেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। কামরাঙ্গীরচর থানা বিএনপির মিছিলে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা হামলা চালিয়ে ৭/৮ জন নেতা-কর্মীকে আহত করে বলে অভিযোগ করেন রিজভী। দলের এই কর্মসূচিকে কেন্দ্র করে ঢাকার বাইরে পটুয়াখালী জেলা বিএনপির সহসভাপতি বায়েজিদ পান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ আলম সারোয়ারকে আগের রাতেই পুলিশ আটক করার অভিযোগ করা হয় কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে। তবে গাজীপুর সদরে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিলেও তা উপেক্ষা করে কয়েক হাজার নেতা-কর্মী দলের এ কর্মসূচি সফল করে বলে দাবি করেন রিজভী আহমেদ।

সর্বশেষ খবর