সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয় : ইকবাল মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয় : ইকবাল মাহমুদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, সম্মিলিত প্রচেষ্টা ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। আলোকিত মানুষ গড়ার জন্য আমাদের নতুন নতুন উদ্যোগ প্রয়োজন। আমরা দেশ থেকে সব ধরনের দুর্নীতির অবসান ঘটাতে চাই। তিনি গতকাল কমিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে বাংলাদেশ স্কাউটস ও বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের সদস্যদের মাঝে দুর্নীতিবিরোধী বাণী সম্বলিত ৩০ হাজার খাতা ও ৫ হাজার জ্যামিতি বক্স বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে দুদকের প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক ড. মো. শামসুল আরেফিন স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম, সচিব আবু মো. মোস্তফা কামাল, বাংলাদেশ গার্ল গাইড অ্যাসোসিয়েশন, বাংলাদেশ স্কাউটস ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। দুদক চেয়ারম্যান আরও বলেন, দুর্নীতিতে জড়িত হলেই আর ছাড় নয়। আইনের আত্ততায় আনা হবে। আজকের শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। কিন্তু একটি মাত্র সমস্যা হলো দুর্নীতি। আমরা সবাই মিলে দেশ থেকে দুর্নীতিকে দূর করব। তিনি বলেন, যার মান আছে ও হুঁশ আছে সে হলো মানুষ। আশা রাখি, তোমরাও মানুষ হবে। আসুন সবাই মিলেমিশে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই। এদেশ আমার ও তোমাদের সবার। সুবচন এখনো নির্বাসনে যায়নি, তবে সুবচনের কাঙ্ক্ষিত চর্চা হচ্ছে না। কমিশন সুবচন চর্চায় অংশ নিতে চায়। তাই গার্ল গাইডস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ স্কাউটসের মতো সামাজিক সংগঠনগুলোর সঙ্গে কমিশন সমঝোতা স্মারকের মাধ্যমে একত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া সমন্বিত প্রচেষ্টা ব্যতীত দুর্নীতি কিংবা অন্য যে কোনো খারাপ বা অনৈতিক কাজ প্রতিরোধ করা সম্ভব নয়। তিনি বলেন, বর্তমান কমিশনের প্রতিরোধমূলক কার্যক্রমে ছাত্রছাত্রীদের সম্পৃক্ত করার মূল উদ্দেশ্য হচ্ছে তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করা। আমরা শুধু ভালো ছাত্র নয়, আলোকিত মানুষ গড়তে চাই। এ কারণেই ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন সুবচন সম্বলিত খাতা, জ্যামিতি বক্স বিতরণ করা হচ্ছে। আমরা প্রত্যাশা করি, এসব সুবচন তাদের হৃদয়ে গ্রোথিত হবে। তারা সত্চর্চা এবং সৎ জীবনযাপনে উদ্বুদ্ধ হবে এবং প্রত্যেকেই সুবচনের দূত হিসেবে কাজ করবে।

সর্বশেষ খবর