সোমবার, ৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ইসলামী ব্যাংক এক নম্বর ব্যাংক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নিঃসন্দেহে ইসলামিক ব্যাংক দেশের এক নম্বর ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদের পরিবর্তনে তাদের এই অবস্থানের কোনো বিচ্যুতি হবে না। বরং ব্যাংকটির আরও উন্নতি হবে। তিনি বলেন, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) চাপে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে পরিবর্তন আনা হয়েছে। অর্থমন্ত্রী গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এই বড় ধরনের পরিবর্তনের ফলে ব্যাংকটি অনিশ্চয়তার মধ্যে পড়বে না। বরং ব্যাংকটির আরও সমৃদ্ধি হবে। যারা এখন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রয়েছেন তারা দক্ষ। তাদের অনেক অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, এই পদক্ষেপের ফলে ব্যাংকিং খাতে সরকার যে সুশাসন প্রতিষ্ঠা করেছে তা ব্যাহত হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, এটি হঠাৎ করে হয়নি। ব্যাংকটি বিপুল মুনাফা কী কাজে ব্যবহার করে তা নিয়ে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। এসব কারণেই এই পরিবর্তন হয়েছে। তিনি বলেন, কিছুদিন পর ব্যাংকটির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বসব। সেখানে তারা যদি কোনো পরিবর্তনের প্রয়োজন মনে করেন, তাহলে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

সর্বশেষ খবর