মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অনুমতি দেয় ডিএমপি আওয়ামী লীগ নয়

ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীতে রাজনৈতিক দলকে জনসভার অনুমতি দেওয়া না দেওয়া ডিএমপির বিষয়, আওয়ামী লীগের  নয়। সোহরাওয়ার্দী উদ্যানে আজ বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার মঞ্চ পরিদর্শন করতে গিয়ে গতকাল সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ঢাকা দক্ষিণ সিটির মেয়র মো. সাঈদ খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। জনসভার অনুমতির বিষয়ে সরকার দ্বৈত আচরণ করছে— বিএনপি মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘দ্বৈত আচরণের কারণ দেখি না। তবে অতীতে সমাবেশের নামে নাশকতার অভিজ্ঞতা থেকে ডিএমপি বিএনপিকে অনুমতি দেয়নি বলে আমার ধারণা। কারণ তাদের জনসভা ও আন্দোলন মানে পেট্রলবোমা, নাশকতা।’ সেতুমন্ত্রী বলেন, ‘১০ জানুয়ারির জনসভায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। উন্নয়নের মহাসড়কে আমাদের যে যাত্রা তার সামনে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতার বাধা আসতে পারে। এসব কীভাবে মোকাবিলা করা হবে, তার সার্বিক নির্দেশনা প্রদান করবেন।’ তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক এই দিনে বিশাল জনসভার আয়োজন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি কয়েক লাখ মানুষের সমাবেশ হবে এতে। ঢাকা ও এর আশপাশ থেকে বঙ্গবন্ধুপ্রেমী মানুষ জনসভায় যোগ দেবেন।’ আওয়ামী লীগের ২০তম সম্মেলনের পর এটাই প্রথম জনসভা।

সর্বশেষ খবর