শিরোনাম
মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

খালেদা জিয়াকে ১ ফেব্রুয়ারি আদালতে হাজিরের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নাশকতার ১০ মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে গেছে। গতকাল ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ আদেশ দেয়। ১ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওইদিন খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার  নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও খালেদার অসুস্থতার কথা বলে তার আইনজীবীরা সময়ের আবেদন করেন। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির নতুন তারিখ ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত কৌঁসুলি তাপস পাল। এই ১০ মামলার মধ্যে আটটি দারুস সালাম থানার এবং একটি যাত্রাবাড়ী থানার নাশকতার মামলা। আর অন্য মামলাটি করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলার ঘটনায় ‘দেশদ্রোহী’ মনোভাবের পরিচয় রয়েছে অভিযোগ করে গত বছরের ২৫ জানুয়ারি ঢাকার হাকিম আদালতে খালেদার বিরুদ্ধে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মমতাজ উদ্দিন আহমদ মেহেদী। দশম সংসদ নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে গত বছরের ৫ জানুয়ারি সমাবেশ করতে বাধা পেয়ে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় থেকে সারা দেশে লাগাতার অবরোধ ডাকেন খালেদা জিয়া। ৯০ দিনের এই কর্মসূচিতে বহু গাড়ি পোড়ানো হয়, অগ্নিসংযোগ হয় বিভিন্ন স্থাপনায়। অগ্নিদগ্ধ হয়ে মারা যান প্রায় দেড়শ মানুষ। তখন নাশকতার ঘটনায় পুলিশ বাদী হয়ে অনেক মামলা করে। তার মধ্যে দারুস সালাম থানায় দায়ের করা আটটি মামলায় খালেদাকে হুকুমের আসামি করা হয়। গত বছরের ২৩ জানুয়ারি ঢাকার যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় একটি বাসে পেট্রলবোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ দুটি মামলা করে। এর একটিতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়।

সর্বশেষ খবর