মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দায়িত্ব নিয়ে নগরভবনে মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

দায়িত্ব নিয়ে নগরভবনে মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আমি নারায়ণগঞ্জবাসী সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। কারণ তিনি জনতার মনের কথা বুঝতে পেরেই আমাকে নৌকা প্রতীক তুলে দিয়েছিলেন। আর নারায়ণগঞ্জবাসী সেই নৌকায় ভোট দিয়ে আমাকে আবার নির্বাচিত করেছেন। আমি এবার তৃতীয়বারের জনপ্রতিনিধি।’ দ্বিতীয় মেয়াদে মেয়র  নির্বাচিত হওয়ার পর গতকাল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগরভবনে পৌঁছে উপস্থিত জনতার উদ্দেশ্যে ডা. সেলিনা হায়াৎ আইভী এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘এই নগরভবন হবে সার্বজনীন। দল, মতের ঊর্ধ্বে গিয়ে আমি সবার সেবা করব। কারণ আমাকে দল, মতের ঊর্ধ্বে উঠেই সবাই ভোট দিয়েছেন। আমি, আমার বাবা আলী আহমদ চুনকা নারায়ণগঞ্জবাসীর সেবা করেছি। কখনো বেইমানি করিনি। আগামীতেও বেইমানি করব না।’ এর আগে আইভীর নগরভবনে যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে তার দেওভোগের বাড়ির আশপাশের সড়কে ভিড় জমায় বিপুল সংখ্যক লোকজন। হাতে ফুলের পাপড়ি, মালা, তোড়া, আইভীর ছবি সংবলিত ফেস্টুন, বাদ্য বাজনা নিয়ে জড়ো হয়ে উল্লাস করতে থাকে কর্মী-সমর্থকরা। এ সময় তারা আইভীর পক্ষে নানা ধরনের স্লোগান দেন। সকাল সাড়ে ১০টায় মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শহরের পশ্চিম দেওভোগের বাসা থেকে বের হলে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন হাজারো জনতা। পরে আইভী দেওভোগের রাস্তা ধরে শহরের ২ নম্বর রেলগেট হয়ে বঙ্গবন্ধু সড়ক, মণ্ডলপাড়া হয়ে নারায়ণগঞ্জ নগরভবনে গিয়ে পৌঁছান বেলা সোয়া ১১টায়। নগরভবনে পৌঁছালে সেখানে নাসিকের কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানিয়ে আইভীকে লাল গালিচা সংবর্ধনা দেন। মেয়র আইভী নগরভবনে গিয়ে প্রথমেই দ্বিতীয় তলায় চলে যান। সেখানে বারান্দা থেকে জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। পরে তিনি যান নিজ কক্ষে। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘২০১১ সালের ৫ মে সিটি করপোরেশন গঠনের পর ওই বছরের ২৩ জুন আমি পায়ে হেঁটেই নগরভবন ছেড়েছিলাম জনতাকে সঙ্গে নিয়ে। আবার বিজয়ের পর সেভাবেই পায়ে হেঁটে নগরভবনে এসেছিলাম। এবার গত নভেম্বরে আমি পায়ে হেঁটেই সিটি করপোরেশনের নগরভবন ছেড়েছি আবার একইভাবে জনতাকে সঙ্গে নিয়েই নগরভবনে এসেছি।’ প্রসঙ্গত, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পান সেলিনা হায়াৎ আইভী। গত ২৩ নভেম্বর আইভী সিটি করপোরেশন থেকে পদত্যাগ করেন। ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৭৯ হাজার ভোটে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পরাজিত করে টানা দ্বিতীয়বারের জন্য মেয়র নির্বাচিত হন আইভী। গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে শপথবাক্য পাঠ করেন ডা. সেলিনা হায়াৎ আইভীসহ নির্বাচিত সব কাউন্সিলর। এর আগে ২০১১ সালের ৫ মে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর ওই বছরের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয় প্রথম নির্বাচন। নির্বাচন পর্যন্ত প্রশাসক নিয়োগ ছিল। ওই নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হয়ে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বর্তমান সংসদ সদস্য শামীম ওসমানকে পরাজিত করেন।

সর্বশেষ খবর