বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যানজটে অচল হয়ে পড়ে নগর, ব্যাপক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

যানজটে অচল হয়ে পড়ে নগর, ব্যাপক ভোগান্তি

তীব্র যানজটে গতকাল অচল হয়ে পড়ে রাজধানী। দুপুর থেকে রাত পর্যন্ত সীমাহীন ভোগান্তিতে পড়েন নগরবাসী। বিকালে বাংলামোটর এলাকা থেকে তোলা ছবি হ খবর প্রথম পৃষ্ঠায় —বাংলাদেশ প্রতিদিন

সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার কারণে গতকাল তীব্র যানজটে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। দুপুর থেকে রাত পর্যন্ত সীমাহীন ভোগান্তিতে পড়ে নগরবাসী। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের কারণে মহানগর পুলিশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে, গন্তব্যে যেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। অনেককে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের পথে যেতে দেখা যায়। মহিলা, শিশু ও নারী যাত্রীরা তীব্র দুর্ভোগে পড়েন। সকালে রাজধানীর চিত্র অন?্যদিনের মতো থাকলেও দুপুর থেকে দৃশ্যপট বদলে যেতে শুরু করে। সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভার কারণে বেশ কিছু সড়ক বন্ধ করে দেয় পুলিশ। দেওয়া হয় ব্যারিকেড। বাড়তে শুরু করে যানজট। ভোগান্তিতে পড়তে থাকে নগরবাসী। সমাবেশের কারণে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশসহ সদরঘাট থেকে বনানী পর্যন্ত সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। দুপুরে গুলিস্তান থেকে জিরো পয়েন্টে, প্রেস ক্লাব থেকে পল্টন মোড়, কাকরাইল মসজিদ মোড় থেকে মৎস?্য ভবনমুখী রাস্তা, সোনারগাঁ থেকে শাহবাগ পর্যন্ত রাস্তা, এলিফ?্যান্ট রোডের বাটা সিগন্যাল মোড় থেকে শাহবাগ, দোয়েল চত্বর থেকে শাহবাগ এবং হাইকোর্ট মাজার গেট পর্যন্ত সড়ক, বিজয় সরণির মোড়ে ব?্যারিকেড দিয়ে ফার্মগেটমুখী গাড়ি চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে এই গন্তবে?্য যারা যেতে চেয়েছেন তাদের গণপরিবহন না পেয়ে হেঁটেই চলতে হয়েছে। এ ছাড়া সদরঘাট থেকে গুলিস্তান, মতিঝিল থেকে পল্টন, আসাদ গেট থেকে এলিফ?্যান্ট রোড, ফার্মগেট-খামারবাড়ি থেকে বিজয় সরণি, মগবাজার থেকে কাকরাইল সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের সরব উপস্থিতি থাকলেও যানজট নিরসনে তারা নিষ্ক্রিয় ছিলেন। এ বিষয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোড মোড়ে দায়িত্বরত এক সার্জেন্ট বলেন, যানজট কি কারণে লেগেছে আপনারা তা জানেন। এক্ষেত্রে আমাদের কি করণীয় আছে। বিকালে মিন্টু রোডে কথা হয় ৮ নম্বর বাসের যাত্রী রায়হানের সঙ্গে। যাবেন গাবতলীতে। যানজটের বিষয়ে জানতে চাইলে তিনি বিরক্তির সুরে বললেন, পল্টন মোড় থেকে মিন্টু রোড পর্যন্ত আসতে তিন ঘণ্টা সময় লেগেছে। জানি না কখন গন্তব্যে পৌঁছাব। টঙ্গী বাজারের ব্যবসায়ী এম এ আজিজ জানান, বনানী ফ্লাইওভার থেকে সাত রাস্তা মোড়ে আসতে সোয়া দুই ঘণ্টা সময় লেগেছে। এ বিষয়ে ডিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগের এডিসি মেহেদী হাসান বলেন, বড় ধরনের অনুষ্ঠানে কিছু যানজট হতেই পারে। সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে কয়েকটি রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরপরই তা উঠিয়ে নেওয়া হয়। মূলত দুপুরের পর থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে যানজট শুরু হয়। তবে সন্ধ্যার পর রাস্তাগুলো ফাঁকা হয়ে যায়। ডিএমপির ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দায়িত্ব পালনের পাশাপাশি সতর্ক ছিল পুলিশ।

 

 

সর্বশেষ খবর