বুধবার, ১১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

জিয়ানগর উপজেলা সরকারি আক্রমণের শিকার : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ যেভাবে দ্বিমুখী আচরণ করছে তা মোকাবিলায় বিএনপির সময় লাগবে। তিনি বলেন, ক্ষমতাসীন দল ক্রসফায়ার, বিচারবহির্ভূত হত্যা, গুম-খুনসহ যেভাবে মানুষের ওপর দমন-পীড়নের পথ বেছে নিয়েছে তা মোকাবিলায় কিছু সময় লাগতেই পারে। কারণ গণতন্ত্রের পায়ে পুলিশ বেড়ি দিয়ে রেখেছে। তিনি পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের ঘটনাকে সরকারি আক্রমণ ও প্রতিহিংসার শিকার বলে উল্লেখ করেন। গতকাল সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। রিজভী আহমেদ পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনকে রাজনৈতিক ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও সরকারের আক্রমণের শিকার বলে অভিযোগ করেন। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে যে সব বীর সন্তান মাতৃভূমির জন্য লড়াই করেছেন তাদের নামে সড়ক, মহাসড়ক, স্থান, ভবন ইত্যাদির নামকরণ করা হয়েছে। কলকাতার অনেক রাস্তাঘাটের নাম ইংরেজ সিভিলিয়ানদের নামে ছিল, স্বাধীনতার পর তা পরিবর্তন করে সেখানে কীর্তিমান স্বাধীনতা সংগ্রামীদের নাম দেওয়া হয়েছে। অথচ বীর মুক্তিযোদ্ধা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থাকার কারণে এই উপজেলার নাম পরিবর্তন করা হলো। রিজভী আহমেদ আরও বলেন, ডিএমপির কাজ হচ্ছে অপরাধ দমন, বিরোধী দলের অধিকার দমন নয়। অথচ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জনগণকে বোকা বানাতে ডিএমপিকে রাজধানীতে সমাবেশের অনুমতি দেওয়ার মালিক বলে উল্লেখ করেছেন।

 

সর্বশেষ খবর