Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ জানুয়ারি, ২০১৭ ২৩:০৩
চলতি বছর জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ : বিশ্বব্যাংক
নিজস্ব প্রতিবেদক

চলতি অর্থবছর শেষে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন প্রবৃদ্ধি (জিডিপি) ৬ দশমিক ৮ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। যদিও সরকার বলছে প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ২ শতাংশ। গত ২০১৫-১৬ অর্থবছরে প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭ দশমিক ১১ শতাংশ। এর আগে জুন-২০১৬ প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি বলেছিল প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। বিশ্ব অর্থনীতির সম্ভাবনা নিয়ে ওয়াশিংটন থেকে গত মঙ্গলবার প্রকাশিত বিশ্বব্যাংকের অর্ধ বার্ষিক প্রতিবেদন ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস’-এ এমন পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। বাংলাদেশে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। প্রতিবেদনে বিশ্বব্যাংক বলছে, অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ ও বাহ্যিক চাহিদায় মন্থরগতির কারণে এ বছর প্রবৃদ্ধি কিছুটা কমে যাবে। এ ছাড়া বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডও এ বছর অনেকটা স্তিমিত বলে মনে করে বিশ্বব্যাংক। এতে আরও বলা হয়, বাংলাদেশের মুদ্রার প্রবাহে শ্লথগতির কারণে ব্যক্তি খাতে ভোগ ব্যয় ও বিনিয়োগ উভয় খাতেই মন্দা যাচ্ছে। রেমিট্যান্স প্রবাহ কমতে থাকায় এবং রপ্তানি খাতের দুর্বলতায় ২০১৭-১৮ সালের বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা কমে ৬ দশমিক ৫ শতাংশে নামতে পারে আর ২০১৬-১৭ শেষে প্রবৃদ্ধি হতে পারে ৬ দশমিক ৮ শতাংশ বলে মনে করছে সংস্থাটি। এর আগে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাসের জুন সংখ্যায় বিশ্বব্যাংক বলেছিল, ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশে ৬ দশমিক ৩ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হবে না। আর ছয় মাস পর জানুয়ারির প্রতিবেদনে যে প্রক্ষেপণ দিয়েছে সংস্থাটি, তাতে বলা হয়েছে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৮ শতাংশ।

এই পাতার আরো খবর
up-arrow