বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল থাকবে

নড়াইল প্রতিনিধি

বাংলাদেশ-ভারত সম্পর্ক চিরকাল থাকবে

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ভারত-বাংলাদেশের বন্ধুপ্রতিম সম্পর্ক চিরকাল থাকবে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তিনি নড়াইলের তুলারামপুরে এ কথা বলেন। এর আগে তিনি শুভ্রা মুখার্জি প্রি-ক্যাডেট স্কুলে চারটি ল্যাপটপ ও মন্দিরে দুটি এসি প্রদান করেন। শ্রিংলা বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা দিয়েছিল। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে মুক্তিকামী মানুষের মাঝে শক্তির যে বীজ বপন করেছিলেন, তারই ধারাবাহিকতায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্ধুপ্রতিম সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তিনি জানান, খুলনা-কলকাতা ট্রেন চলাচল তাড়াতাড়ি শুরু হবে। এ সময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাসচন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, শুভ্রা মুখার্জির স্বজন কানাই লাল ঘোষ, মামাতো ভাই কার্তিক ঘোষ প্রমুখ। ভারতের হাইকমিশনার তুলারামপুরে শুভ্রা মুখার্জির মামাবাড়িতে শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন। প্রসঙ্গত, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী প্রয়াত শুভ্রা মুখার্জির মামাবাড়ি তুলারামপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও ভারত সরকারের সহযোগিতায় নির্মিত নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ‘বাংলাদেশ-ভারত মৈত্রী ছাত্রীনিবাস’ পরিদর্শন করেন হর্ষবর্ধন শ্রিংলা। দুপুরে তিনি নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সীমানাপ্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে ভারতের রামকৃষ্ণ আশ্রম ও মিশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রামকৃষ্ণ মঠ ও মিশন ঢাকার অধ্যক্ষ স্বামী ধ্রুবেশানন্দজি মহারাজ, জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাসচন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ। অনুষ্ঠানে নড়াইল রামকৃষ্ণ আশ্রম ও মিশনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর