বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক নয়

প্রতিদিন ডেস্ক

নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক নয়

নোট বাতিলের সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ভারতের ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের সিদ্ধান্ত বিষয়ে গতকাল এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, নোট বাতিলের এ সিদ্ধান্ত কালো টাকা খুঁজে বের করতে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেন, এ রকম সিদ্ধান্ত রিজার্ভ ব্যাংক কখনই নেয়নি, বরং প্রধানমন্ত্রীই নিয়েছেন। এ বিষয়ে রিজার্ভ ব্যাংকের সমর্থন নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এই অর্থনীতিবিদ। মনমোহন সিং বা অন্য কেউ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের দায়িত্বে থাকলে এ সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন বলেও তার মত? কালো টাকা কখনই ভারতের অর্থনীতির জন্য বড় সমস্যা ছিল না জানিয়ে অমর্ত্য সেন বলেন, নোট বাতিলের এ সিদ্ধান্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত ছিল। ৬ শতাংশ কালো টাকার জন্য ৮৬ শতাংশ নোট বাতিলকে কোনোভাবেই সমর্থন করা যায় না। মানুষ কেন নোট বাতিলের সিদ্ধান্ত সমর্থন করছে না— এমন প্রশ্নের জবাবে অমর্ত্য সেন বলেন, সাধারণ মানুষের রুটি-রুজিতে থাবা বসেছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রীয় সরকার কাঠামোর পায়েও কুড়াল মেরেছে নোট বাতিলের এই একতরফা সিদ্ধান্ত। অথচ নিজেদের মধ্যে ঐক্য না থাকায় বিরোধীরা একজোট হয়ে এ সিদ্ধান্তের জোরালো প্রতিবাদ করতে পারেনি। ফলে আগাগোড়া ভুল পদ্ধতিতে নেওয়া এ সিদ্ধান্ত যে কতখানি গলদে ঠাসা, এখনো তা আঁচ করতে পারেনি সাধারণ মানুষ। মানুষের সংশয়ের সুবিধা (বেনিফিট অব ডাউট) পাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অমর্ত্য সেনের মতে, শুধু জিডিপির বিচারে এই ক্ষতি মাপা যাবে না? নোট বাতিলের সিদ্ধান্তের কারণে মানুষের প্রাণহানি হয়েছে। চাষাবাদ নষ্ট হচ্ছে, নারীরা কাজ পাচ্ছেন না, যা দেশের অর্থনীতিকে আরও পেছনে ফেলে দেবে। ৮ নভেম্বর ভারতে অপ্রত্যাশিতভাবে ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেয় মোদি সরকার। এই মানের নোট পাল্টে ব্যাংক থেকে ছোট মানের নোট সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয় জনগণকে। সূত্র : হিন্দুস্থান টাইমস।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর