বৃহস্পতিবার, ১২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ওয়ান-ইলেভেনের পথেই হাঁটছে সরকার

নিজস্ব প্রতিবেদক

ওয়ান-ইলেভেনের পথেই হাঁটছে সরকার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেছেন, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন। তা না হলে গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয়। ফখরুদ্দীন-মইনউদ্দিনের সময় শেখ হাসিনা যেভাবে সুষ্ঠু নির্বাচনের দাবি জানাতেন, ঠিক সেভাবেই বিএনপি দাবি করে আসছে। কিন্তু আওয়ামী লীগ সে দাবি মানছে না। আর এক-এগারোর ষড়যন্ত্র ও  সেই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা কারা হবেন তার সবই জানতেন শেখ হাসিনা। ওই সময় তার বিরুদ্ধে যত মামলা হয়েছে, এর সবগুলো থেকে তিনি অব্যাহতি নিয়েছেন। অন্যদের অব্যাহতি না দিয়ে তাদের বিরুদ্ধে করা মামলা বহাল রেখেছেন। বিন্দুমাত্র ন্যায়বোধ থাকলে এটা তিনি করতে পারতেন না। তিনি বলেন, ফখরুদ্দীন-মইনউদ্দিন যে পথে হেঁটেছেন, ঠিক একই পথে শেখ হাসিনাও হাঁটছেন। এর বিচার দেশের সচেতন নাগরিক সমাজ অবশ্যই করবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘ষড়যন্ত্র ও ওয়ান-ইলেভেনের সরকার’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সভাপতিত্বে এ আলোচনা সভার আয়োজন করে ডেমোক্রেটিক মুভমেন্ট।

সভায় প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যদি ফেরেশতাও নিয়োগ দেওয়া হয়, তবু এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এক-এগারোতে ষড়যন্ত্র হয়েছে, আরেকটি ষড়যন্ত্র আকাশে ঘুরছে। গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, একাত্তরে অগণিত শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযুদ্ধের সময় যদি নির্দিষ্টভাবে ৩০ লাখ মানুষ শহীদ হন, তাহলে সরকার তার গেজেট প্রকাশ করুক। মুক্তিযোদ্ধার নতুন নতুন তালিকা হচ্ছে, সংশোধন হচ্ছে, রাজাকারের তালিকা হচ্ছে। কিন্তু শহীদদের তালিকা করা হচ্ছে না। সে সময় কতজন লোক মারা গেছে তা যাচাই করতে এ তালিকা করা দরকার। অথচ এ বিষয়ে কথা বললে সরকার উল্টো রাষ্ট্রদ্রোহের মামলা দিচ্ছে। একই অনুষ্ঠানে সাম্প্রতিককালে পিরোজপুরের জিয়ানগর উপজেলার নাম পরিবর্তনের সমালোচনা করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজধানী ঢাকার নাম পরিবর্তন করে ‘জিয়া সিটি’ করবে। আর গোপালগঞ্জের নাম পরিবর্তন করে রাখা হবে মুজিবনগর। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা শেখ মুজিবুর রহমানকে ‘জাতির জনক’ বলেন, ‘বঙ্গবন্ধু’ বলেন, অথচ তার জন্মস্থানের নাম রাখলেন গোপালের নামে। গোপালগঞ্জের নাম পরিবর্তন করে মুজিবনগর করার জন্য আপনাদের আমরা প্রস্তাব দেব। আলোচনা করে নাম পরিবর্তন করব। আর যেসব স্থানে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে, বিএনপি ক্ষমতায় এলে এসব নাম যথাযথভাবে প্রতিস্থাপন করা হবে।’’ প্রধানমন্ত্রীর উদ্দেশে দুদু বলেন, ‘আপনি বলেছেন, আগুন যারা দিয়েছে তাদের বিচার হবে গণআদালতে। এই বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ দেব। গণআদালত মানে স্বচ্ছ নির্বাচন, ওখানে বিচার হবে—আমরা সঠিক, নাকি আপনারা সঠিক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর