রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কসমেটিক সার্জারি নয়, ব্যাংক খাতে পরিকল্পিত সংস্কারের দাবি

গোলটেবিল বৈঠকে নিরাপত্তা বিশ্লেষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিবেদক

কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয়, এনজিও, সেবাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, ইন্স্যুরেন্স সব সেক্টরেই মৌলবাদী জামায়াতে ইসলামী অর্থচক্র গড়ে তুলেছে। এসব প্রতিষ্ঠানে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। জামায়াত নেতাদের সুপারিশ ছাড়া ইসলামী ব্যাংকে কাউকে চাকরি দেওয়া হতো না। গতকাল রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে আয়োজিত ‘জঙ্গিবাদ ও ব্যাংকিং খাতের সংস্কার’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এ কথা বলেন। তারা ইসলামের নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সরকারসহ জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়েছেন। বৈঠকে ইসলামী ব্যাংকসহ পুরো ব্যাংকিং খাতকে মৌলবাদমুক্ত করতে কসমেটিক সার্জারি না করে বাস্তবতার নিরিখে পরিকল্পিত সংস্কার আনার দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেছেন, ধর্মবর্ণনির্বিশেষে কোনো বৈষম্য করা যাবে না। ব্যাংকিং খাতের সুবিধাটা যাতে সবাই ভোগ করতে পারে তা নিশ্চিত করতে হবে। ইসলামী ব্যাংকে ১৬ কোটি মানুষের টাকা রয়েছে; যার পরিমাণ ৮০ হাজার কোটি। এ ব্যাংকটি প্রতি বছর সবচেয়ে বেশি মুনাফা করছে। কিন্তু মুনাফার অর্থ কারা কোথায় খরচ করছে তা অজানা। আবার এ ব্যাংকটি ক্ষতিগ্রস্ত হলে পুরো আর্থিক খাত ক্ষতিগ্রস্ত হবে। তাই সংস্কার করতে হবে পরিকল্পিতভাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজক ছিল রিজিওনাল অ্যান্টি টেররিস্ট রিসার্চ ইনস্টিটিউট (রাত্রি)। সঞ্চালনা করেন বেসরকারি টিভি চ্যানেল নিউজটোয়েন্টিফোরের বার্তা সম্পাদক আনোয়ার সাদী। স্বাগত বক্তব্য দেন রাত্রির পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনাত হুদা। নিউজটোয়েন্টিফোর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে।

সর্বশেষ খবর