রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এমপি রানার বহিষ্কার দাবিতে বিক্ষোভ

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

এমপি রানার বহিষ্কার দাবিতে বিক্ষোভ

ঘাটাইলের এমপি আমানুর রহমান খান রানাকে দল থেকে বহিষ্কার দাবি ও ছাত্রলীগ নেতা আবু ছাইদ রুবেলের ওপর হামলার প্রতিবাদে ঘাটাইল উপজেলা ছাত্রলীগ বিক্ষোভ এবং টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। গতকাল দুপুরে বিজয় ’৭১ চত্বরে দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে এ বিক্ষোভ দেখানো হয়। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে দুর্ভোগে পড়েন বাসযাত্রীরা। অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান শহিদ, যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেল, এজিএস রঞ্জু আহমেদ প্রমুখ। বক্তারা রুবেলের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হামলার নির্দেশদাতা এমপি রানাকে দ্রুত দল থেকে বহিষ্কারের দাবি জানান। না হলে কঠোর কর্মসূচিতে নামা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। উল্লেখ্য, স্থানীয় সংসদ সদস্য রানার নির্দেশে তার সমর্থকরা ৯ নভেম্বর জিবিজি কলেজের ভিপি আবু সাইদ রুবেলের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করেন।

অবাঞ্ছিত সামু : এদিকে, বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ঘাটাইল উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান সামুকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা আওয়ামী লীগ।

সর্বশেষ খবর