শিরোনাম
রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিশ্বায়নের যুগে বিচার বিভাগ ধীরে চলতে পারে না : প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিবেদক

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বিশ্বায়নের এই যুগে যখন দ্রুত প্রযুক্তির উন্নয়ন ঘটছে, যার প্রভাব পড়ছে অর্থনীতির ওপর, যার ফলে আসছে নিত্যনতুন চ্যালেঞ্জ ও সুযোগ; সেখানে বিচার বিভাগ ধীরে চলতে পারে না। বরং বিচার বিভাগকে যুগের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে। নিম্ন আদালতের বিচারকদের এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্ট মিলনায়তনে গতকাল এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় নিম্ন আদালতের ৪০ জন বিচার বিভাগীয় কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, মামলাজট দূরীকরণ এবং কার্যকর মামলা ব্যবস্থাপনার কৌশল প্রণয়নের মতো বাংলাদেশে একটি দক্ষ বিচার বিভাগ রয়েছে। তিনি বলেন, মামলাজট দূর করার জন্য বিচার বিভাগের স্বকীয় ব্যবস্থাপনার ক্ষমতা থাকতে হবে। একই সঙ্গে দীর্ঘসূত্রতা পরিহার করতে হবে, যা মামলার স্তূপ সৃষ্টি করে। প্রধান বিচারপতি বলেন, মামলাজটের বিভিন্ন কারণ রয়েছে। এর মধ্যে মান্ধাতা আমলের প্রশাসনিক কার্যপদ্ধতি, আধুনিক প্রযুক্তির অভাব, মামলার শাখা বিস্তার, বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার অভাব, প্রশিক্ষণপ্রাপ্ত স্টাফ ও বিচারকস্বল্পতা, বাইরের কিছু ফ্যাক্টর উল্লেখযোগ্য; যা বিচার প্রশাসনে হস্তক্ষেপ করে। তিনি বলেন, আধুনিক ও সফল মামলা ব্যবস্থাপনার ক্ষেত্রে পুরনো ব্যবস্থার পরিবর্তে দক্ষ ও স্বয়ংক্রিয় পদ্ধতির দিকে ধাবিত হওয়া প্রয়োজন, যা বিচারের মান নিশ্চিত করে।

সর্বশেষ খবর