রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আবার রাজপথে আসব : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

আবার রাজপথে আসব : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই চলিয়ে যাব। উই আর কমিটেড ফাইট টু দ্য লাস্ট মোমেন্ট। আপনারা বেগম খালেদা জিয়ার নেতৃত্বের ওপর আস্থা রাখুন, ইনশা আল্লাহ গণতন্ত্রের বিজয় হবেই।’ তিনি বলেন, ‘বিএনপি রাজপথে নেই এ কথা ঠিক নয়। আমরা রাজপথে ছিলাম। রাজনীতি ও আন্দোলনে উত্থান-পতন থাকা একটা কৌশল। সময় ও সুযোগমতো আবারও রাজপথে নামব ইনশা আল্লাহ।’

গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কবি আবদুল হাই শিকদারের লেখা ‘জ্যোতির্ময় জিয়া এবং কালো মেঘের দল’ গ্রন্থের প্রকাশনা উত্সবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বাংলাদেশ’-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোস্তাহিদুর রহমান, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক মাহফুজ উল্লাহ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আবদুল লতিফ মাসুম, বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, জাসাস সভাপতি এম এ মালেক প্রমুখ বক্তব্য দেন।

মির্জা ফখরুল বলেন, ‘এ সরকার যেখানে তার ফ্যাসিস্ট বাহিনী দিয়ে নির্মম অত্যাচার, নির্যাতন-নিপীড়ন চালিয়ে বিএনপিকে ধ্বংসের কাজ করছে, সেখানে একটি কথা না বললেই নয়, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে লড়াই করছে সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যারা বিগত দিনে বিএনপির হাজারো নেতা-কর্মীকে গুম, খুন ও পঙ্গু করেছে, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মানেই এখন আসামি। বিএনপির নেতা-কর্মী মানেই তাকে মিথ্যা অভিযোগে দায়ের মামলায় কাঠগড়ায় দাঁড়াতে হবে। নতুবা রাতের অন্ধকারে পালিয়ে বেড়াতে হবে। বিএনপি ও বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অংশ, কাজেই আজকে দেশের যে সংকট তাকে শুধু বিএনপির সংকট বলা যাবে না। এটি জাতীয় সংকট।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর