রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আইন অবহেলা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক

আইন অবহেলা করা যাবে না

দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দেশের আইনকে অবহেলা করা যাবে না। আমরা এবার শিক্ষাপ্রতিষ্ঠানের সব অনিয়ম ও দুর্নীতি দূর করতে কাজ শুরু করেছি। এ জন্য রাজধানীর ১৫ শিক্ষাপ্রতিষ্ঠান ও ৬৪ জেলার জেলা প্রশাসকদের চিঠি দিয়ে মনিটরিং করার অনুরোধ জানিয়েছি। ফলে আশা করছি, শিগগিরই এ বিষয়ে খানিকটা হলেও উন্নতি হবে। তিনি গতকাল রাজধানীর বনানী এলাকায় কানাডিয়ান ইউনিভাসির্টি অব বাংলাদেশ-এর উদ্যোগে স্কুল অব ল’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শারাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান। আরও বক্তব্য রাখেন শেখ কবির হোসেন ও ভাইস চ্যান্সেলর ড. উইলিয়ম ড্যারেঞ্জার। দুদক চেয়ারম্যান আরও বলেন, আপনারা পাস করে নতুন নতুন আইন তৈরিতে সরকারকে সহযোগিতা করবেন। অসহায় জনগণের সেবা করবেন। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন দিয়ে তাদের প্রতিরোধ করবেন। মনে রাখা দরকার— আইনকে কোনোভাবে অবহেলা করা যাবে না। ড. আতিউর রহমান বলেন, দেশে শেয়ারবাজার নিয়ে অনেক কারসাজি হয়েছে। এসব কারসাজির বিরুদ্ধে কাজ করবেন আপনারা। এতে দেশের ব্যবসায়ী সমাজ উপকৃত হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর