রবিবার, ১৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নারীদের নিরাপত্তাহীনতা কাটছে না

নিজস্ব প্রতিবেদক

নারীদের নিরাপত্তাহীনতা কাটছে না

বিশিষ্ট লেখক, বুদ্ধিজীবী ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেছেন, এই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ হওয়ার কথা ছিল। কিন্তু রাষ্ট্র মৌলবাদীদের ছাড় দিচ্ছে। এর ফলেই বাল্যবিবাহের মতো সিদ্ধান্ত আসছে। নারীদের তাই নিরাপত্তাহীনতা কাটছে না। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৬-এর বিশেষ ধারা বাতিল বিষয়ে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ঢাকা মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভায়             প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই অনুষ্ঠানে সিরাজুল ইসলাম আরও বলেন, যতই উন্নতি আর পরিবর্তন আসুক, সমাজের বৈষম্যমূলক কাঠামোর পরিবর্তন হয়নি। রাষ্ট্রের মৌলিক চরিত্রে পরিবর্তন আসেনি। সমাজে এখনো পিতৃতান্ত্রিকতা বিরাজ করছে। মেয়েদের বিয়ের বয়স কমানো সংক্রান্ত আইনে বিশেষ ধারা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই আইনে নারীর নিরাপত্তা আরও বিঘ্নিত হবে। এটাকে বাল্যবিবাহ না বলে শিশু বিবাহ বলাই যথার্থ। ১৯২৯ সালে ব্রিটিশ আমলে বাল্যবিবাহ নিষিদ্ধ হয়েছে। কিন্তু এখনো সেই দাবি করতে হচ্ছে। বাবা-মায়েরা মনে করেন মেয়েদের বিবাহ দিতে পারলেই তারা নিরাপদ হবে। এটা কী রকম অমানবিক পরিস্থিতি? কিন্তু বিয়ে হলেই কি নারী নিরাপদ হচ্ছে? পরিসংখ্যান তো বলছে, স্বামীর হাতেই নারীরা নির্যাতিত হচ্ছে বেশি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পরিবর্তন চেয়েছিলাম, আসেনি। এটা করতে হলে বিপ্লব প্রয়োজন। আয়োজক সংগঠনের ঢাকা নগর শাখার সভাপতি সুলতানা আক্তার রুবির সভাপতিত্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের কেন্দ্রীয় সভাপতি সীমা দত্ত প্রমুখ এতে বক্তব্য দেন।

 

সর্বশেষ খবর