সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
নির্বাচন কমিশন পুনর্গঠন

পাঁচ সদস্যের সার্চ কমিটি হচ্ছে

নিজস্ব প্রতিবেদক

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য শিগগিরই পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শেষে এ কমিটি গঠন করা হবে বলে জানা গেছে। দীর্ঘ এক মাস ধরে অন্তত ৩১টি দলের সঙ্গে আলোচনা করেই প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বাছাইয়ে এ অনুসন্ধান কমিটি হবে। এ কমিটি রাষ্ট্রপতির কাছে যোগ্যদের তালিকা সুপারিশ করবে। তা থেকে বাছাই করে নতুন কমিশন নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে সংলাপে কিছু রাজনৈতিক দল ইসি গঠন নিয়ে আইন প্রণয়নের দাবি জানালেও সময় ‘স্বল্পতা’য় তা বাস্তবায়নের আভাস নেই। তবে গতবারের মতো এবারও ‘সার্চ কমিটি’র প্রস্তাব করে কিছু দল। এ অবস্থায় সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শিগগিরই শুরু হচ্ছে। জানা গেছে, ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ ২৩টি রাজনৈতিক দল আলাদাভাবে রাষ্ট্রপতির সঙ্গে ইসি পুনর্গঠন নিয়ে আলোচনা করেছে। ১৬ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সংলাপে অংশ নিতে আটটির বেশি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ১৮ জানুয়ারি বুধবার পর্যন্ত সংলাপ রয়েছে। এর পরই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন রাষ্ট্রপতি। এ ক্ষেত্রে নতুন ইসি পুনর্গঠনে বুধবারের পর সার্চ কমিটি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বঙ্গভবনের এক কর্মকর্তা জানান, সংলাপ শেষে আগের মতো পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করবেন রাষ্ট্রপতি এটাই স্বাভাবিক প্রক্রিয়া। বুধবার পর্যন্ত ৩১টি দলের সঙ্গে আলোচনা শেষ করেই এর প্রক্রিয়া শুরু হবে। রাষ্ট্রপতি যেহেতু অধিবেশন আহ্বান করে ফেলেছেন সে ক্ষেত্রে অধ্যাদেশ আর হচ্ছে না। আবার আইন প্রণয়ন করার একটি লম্বা প্রক্রিয়া। আইন মন্ত্রণালয় প্রস্তাবিত আইনের খসড়া করবে, তা মন্ত্রিপরিষদ সভায় যাবে। এরপর মন্ত্রণালয় ভেটিং করবে। তারপর সংসদে যাবে। সংসদে উত্থাপনের পর সংসদীয় স্থায়ী কমিটিতে যাবে। এরপরই আইন হবে। ২২ জানুয়ারি অধিবেশন শুরু হলেও ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে কাজী রকিবউদ্দীন আহমদ কমিশনের। নতুন কমিশন আসবে এরপরই। এত স্বল্প সময়ে ফের সার্চ কমিটির বিকল্প নেই বলে জানান সংশ্লিষ্টরা। আগামী ৯ ফেব্রুয়ারি বিদায় নিচ্ছে কাজী রকিব নেতৃত্বাধীন ইসি। এ পর্যন্ত ১১ জন সিইসি ও ২৩ জন নির্বাচন কমিশনার নিয়োগ পেয়েছেন। এর আগে ২০১২ সালে ২৩টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের পর পাঁচ সদস্যবিশিষ্ট সার্চ কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় এবারও সার্চ কমিটি গঠন হতে যাচ্ছে। ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।

সর্বশেষ খবর