সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উল্টো চাপে এখন বাংলাদেশ

আসিফ ইকবাল

পৌনে চারদিন ধরে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে সাকিব, মুশফিকরা যে স্বপ্নটা ধারণ করেছিলেন বুকে, কাল বিকালের এক দমকা হাওয়ায় লণ্ডভণ্ড হয়ে যাওয়ার উপক্রম এখন সেটা। নিউজিল্যান্ডের মাটিতে রেকর্ড গড়ে যে জয়ের স্বপ্ন দেখছিলেন ক্রিকেটপ্রেমীরা, এখন তারাই ভুগতে শুরু করেছেন হারের শঙ্কায়। ওয়েলিংটন টেস্টের চার দিন শেষে যে চিত্র, এখনো জয়ের স্বপ্ন দেখতে পারে বাংলাদেশ।যদিও কাজটি অবিশ্বাস্য। শেষ বিকালে ৩ উইকেট হারানোয় সেটা এখন অক্সিজেন মাস্ক ছাড়া হিমালয় কিংবা ছোট্ট ডিঙিতে উত্তাল আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার মতোই। তারপরও অনিশ্চয়তার খেলা ক্রিকেট বলেই স্বপ্ন দেখা যায়! কিন্তু সত্যিকারের যে চিত্র টেস্টের, তাতে পাল্লাটা কিছুটা হলেও হেলে আছে স্বাগতিক নিউজিল্যান্ডের দিকে। যদিও বাংলাদেশ এগিয়ে আছে ১২২ রানে, হাতে ৭ উইকেট নিয়ে। টেস্টের বাকি শুধু একদিন। আজই শেষ দিন। প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও হেরে যাওয়ার ইতিহাস আছে কী না, রেকর্ড বই ঘাটতে হবে। এমন রেকর্ডের সঙ্গী হতে চাইবেন না বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। শেষ বিকালে বিনা উইকেটে ৫০ থেকে ৬৬ রান পৌঁছতেই ৩ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়েছে টাইগাররা। আশার কথা হচ্ছে গত দুদিন ফিল্ডিং না করা অধিনায়ক মুশফিকুর রহিম ব্যাটিং করবেন। রান আউট থেকে বাঁচতে আহত হয়ে মাঠের বাইরে চলে যাওয়া ইমরুল কায়েসও এখন সুস্থ। হাসপাতাল ছেড়ে বাঁ হাতি ওপেনার এখন টিম হোটেলে। দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান সুস্থ হওয়ায় হাফ ছাড়তে পারেন টাইগাররা। আহত হয়ে মাঠ ছাড়ার আগে ২৪ রানে ব্যাট করতে থাকা ইমরুলকে অবশ্য বেশ স্বাচ্ছন্দ্য মনে হচ্ছিল। এদিকে মুশফিকের প্রক্সি দিতে নেমে বিশ্বরেকর্ডই গড়ে ফেলেন তিনি। আঙ্গুলের ব্যথায় কিপিং করছেন না মুশফিক। তার জায়গায় কিপিং গ্লাভস হাতে দাঁড়িয়ে পাঁচটি ক্যাচ নিয়ে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড। ১৯৭৭ সালে পাকিস্তানের মাজিদ খান বদলি উইকেটরক্ষক হিসেবে ক্যাচ নিয়েছিলেন চারটি।

আগের দিনের ৩ উইকেটে ২৯২ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকদের প্রথম ইনিংস থামে ৫৩৯ রানে। ১১৯ রানে অপরাজিত থাকা টম ল্যাথাম থামেন ১৭৭ রানে সাকিবের বলে লেগ বিফোর হয়ে। এক ওভারে মাহমুদুল্লাহ রিয়াদ ২ উইকেট নিয়ে হঠাৎ ম্যাচে চাঞ্চল্যের সৃষ্টি করলেও অলরাউন্ডার সান্ব্তনার ৭৩ রানের ইনিংস খেলায় স্বাগতিকরা শক্ত অবস্থানে পৌঁছায়। ডাবল সেঞ্চুরিয়ান সাকিব নেন ২ উইকেট। আগের দিন ২ উইকেট নেওয়া কামরুল ইসলাম রাব্বি উপর্যুপুরি বাউন্সারে ওয়াগানারের থুঁতনি ফাটিয়ে সাজঘরে ফেরত পাঠান। ৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে টাইগারদের শুরুটা ছিল বেশ সাবলীল। দুই বাঁ হাতি ওপেনার তামিম ও ইমরুল মুহূর্তে তুলে নেন ৪৬ রান। তখনই ঘটে দুর্ঘটনা। দ্রুত রান নিতে যেয়ে ঝাঁপিয়ে পড়েন ইমরুল। এরপর স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দিন শেষে খবর, আহত মারাত্মক কিছু নয়। আজকের ব্যাটিংয়ে নামবেন কী না সংশয় রয়েছে! ইমরুলের মাঠ ছাড়ার চার রান পর দলীয় ৫০ রানে সাজঘরে হাঁটা দেন তামিম (২৫)। দলীয় ৬৩ রানে ওয়াগনারের বলে ওয়াটলিংয়ের গ্লাভসে ক্যাচ দেন মাহমুদুল্লাহ। তিন রান পর রান আউটের খড়গে পড়েন মেহেদি হাসান মিরাজ। তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানাতেই উইকেটের বেলস ফেলে চতুর্থ দিনের খেলার সমাপ্তি টানেন দুই আম্পায়ার। তখন স্কোর বোর্ডে লেখা ৩ উইকেটে ৬৬। বাংলাদেশ এগিয়ে ১২২ রানে। সঙ্গে সঙ্গে ওয়েলিংটনের বাতাসে গুনগুন করতে শুরু করেছে হারের শঙ্কা!

সর্বশেষ খবর