সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বিনিয়োগ আকৃষ্টে প্রণোদনা দিতে হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিনিয়োগ আকৃষ্টে প্রণোদনা দিতে হবে

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ উত্সাহিত করতে সরকার সারা দেশে ১০০টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে, তার আশানুরূপ ফল পেতে বিনিয়োগকারীদের ইনসেনটিভ (প্রণোদনা) ও ট্যাক্স হলিডে (কর অবকাশ সুবিধা) দেওয়া প্রয়োজন। গতকাল সকালে চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে অনুষ্ঠিত ‘ইকোনমিক জোনগুলোত বিনিয়োগ আকৃষ্টকরণ’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ এখন মধ্যআয়ের দেশে পরিণত হয়েছে। তিনি এবার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরিত করতে। তার অংশ হিসেবেই বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সৃষ্টি।  কৃষিকাজ হয় না, কোনো কাজে আসে না- এমন জমিগুলোতে ১০০টি ইকোনমিক জোন স্থাপনের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। সেই ইকোনমিক জোন স্থাপনের কাজ এখন চলছে। মন্ত্রী আরও বলেন, বেজার নির্বাহী চেয়ারম্যান দুর্গম এলাকাগুলোকে উন্নত করার উদ্যোগ নিয়েছেন। সেই লক্ষ্যে কক্সবাজারের সাবরাংয়ে ট্যুরিজম পার্ক করার কাজ চলছে। তবে এসবের পাশাপাশি আরও অনেক কিছু থাকা দরকার, যা ব্যবসায়ীদের আকৃষ্ট করবে। নতুন যুগ যেটা চায় সেটাই করতে হবে। ইনসেনটিভ ও ট্যাক্স হলিডে সুবিধা দিলেই ইকোনমিক জোনগুলোতে আশানুরূপ ফল পাওয়া যাবে। বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে সেমিনারের প্রথম পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন ও চট্টগ্রাম চেম্বার অ্যান্ড কমার্সের সভাপতি মাহবুবুল আলম।

সর্বশেষ খবর