সোমবার, ১৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সম্পদ পুঞ্জীভূত হওয়ায় সংকট

নিজস্ব প্রতিবেদক

সম্পদ পুঞ্জীভূত হওয়ায় সংকট

শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, সম্পদ ক্রমাগতভাবে অল্প কিছু লোকের হাতে পুঞ্জীভূত হওয়ায় পৃথিবীতে একটি বড় ধরনের সংকট তৈরি হচ্ছে। এ প্রবণতা বিশ্ব অর্থনীতিকে শিগগিরই বিপর্যয়ের মুখে ফেলবে বলেও তিনি মনে করেন। ১০ জানুয়ারি কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বক্তৃতায় এ ধরনের মন্তব্য করেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এমডি। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দ্বিশততম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গ্লোবাল এডুকেশন সামিট’-এ ‘রিডিজাইনিং ইকোনমিক্স টু রিডিজাইন দ্য ওয়ার্ল্ড’ শীর্ষক গণ-বক্তৃতা প্রদানের জন্য প্রফেসর ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ের জনাকীর্ণ দিরোজিও অডিটোরিয়ামে বক্তব্য দেন। এরপর বাংলার গভর্নর তাকে ‘রাজভবন’-এ স্বাগত জানান ও তার সঙ্গে নৈশভোজে যোগ দেন। এ সময় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুরাধা লোহিয়াও সঙ্গে ছিলেন। প্রেসিডেন্সিতে বক্তৃতা দেওয়ার সময় প্রফেসর ইউনূস বলেন, সম্পদের বৈষম্য দূর করতে মানুষের ভিতরে জন্মগতভাবে বিদ্যমান উদ্যোক্তার শক্তিকে বিকশিত হওয়ার সুযোগ করে দিতে হবে। তরুণদের চাকরি খোঁজার বদলে চাকরি তৈরির হাতিয়ারে পরিণত করতে হবে। এ প্রেক্ষাপটে তিনি তার তৈরি প্রতিষ্ঠানগুলো কীভাবে গ্রামীণ পরিবার থেকে হাজার হাজার নবীন উদ্যোক্তা সৃষ্টি করছে তার বর্ণনা দেন। নবীন উদ্যোক্তাদের ব্যবসায়ে পুঁজি সরবরাহ করতে সামাজিক ব্যবসা তহবিল সৃষ্টির মাধ্যমে এটা করা হচ্ছে। একইভাবে পৃথিবীর অনেক দেশে সামাজিক ব্যবসার মাধ্যমে সমাজের বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে। প্রফেসর ইউনূসের বক্তৃতার উপজীব্য ছিল তার সৃষ্ট গ্রামীণ ব্যাংক ও অন্যান্য বিভিন্ন সামাজিক ব্যবসায় তার অভিজ্ঞতা। তিনি বলেন, ১৯৭৪ সালের দুর্ভিক্ষের সময় তিনি উপলব্ধি করেন, অর্থনীতির প্রচলিত তত্ত্বগুলো মানুষের বাস্তব জীবনে কোনো কাজে আসে না। উদাহরণস্বরূপ, মহাজনরা গরিব গ্রামবাসীদের জীবন ধ্বংস করে দিলেও প্রথাগত ব্যাংকিং এই মানুষগুলোর কোনো উপকারেই আসেনি। ফলে গরিব মানুষদের ঋণ সুবিধা দেওয়ার জন্য তিনি গ্রামীণ ব্যাংকের ধারণা গড়ে তোলেন এবং তা বাস্তবে রূপায়িত করেন।

 

 

সর্বশেষ খবর