মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাহাদুরি করছে রিজাল ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাহাদুরি করছে রিজাল ব্যাংক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ফিলিপাইনের রিজাল ব্যাংক চুরির টাকা নিয়ে বাহাদুরি করছে। তারা এটা করতে পারে না। টাকার মালিককে টাকা ফেরত দিতেই হবে। তাদের আচরণ গ্রহণযোগ্য নয়। গতকাল বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। এর আগে কয়েকবার ঘোষণা দিয়েও রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে পারেননি অর্থমন্ত্রী। প্রতিবেদন প্রকাশের সময় হয়েছে কিনা-এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, এখনো সময় হয়নি। ফিলিপাইনের সঙ্গে কিছু বিষয় সমাধান হলে (প্রতিবেদন প্রকাশ) করব। এ বিষয়ে মন্ত্রী আরও বলেন, নিজের দায় এড়িয়ে কেউ এই রিপোর্ট থেকে সুবিধা পাক-সেটা আমি চাই না। সে কারণে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) সঙ্গে যে সমস্যা চলছে সেটা সমাধান করার পরই প্রতিবেদন প্রকাশ হবে বলে জানান মুহিত। প্রসঙ্গত, বাংলাদেশের রিজার্ভ থেকে চুরি হওয়া অংশের ১ কোটি ৫২ লাখ ডলার ফিলিপাইন থেকে ফেরত পাওয়া গেছে। বাকি রয়েছে আরও ৬ কোটি ৫৮ লাখ ডলার। এ ঘটনায় জড়িত থাকার দায়ে ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংককে ২ কোটি ১০ লাখ ডলার জরিমানা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। তবে এখন আরসিবিসি বলছে, রিজার্ভের চুরি যাওয়া বাকি অর্থ তারা ফেরত দেবে না। বাংলাদেশ ব্যাংকের অবহেলার কারণেই রিজাভের অর্থ চুরি হয়েছে বলেও জানিয়েছে ব্যাংকটি।

সর্বশেষ খবর