মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন

নিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠিত হয়েছে আইনের শাসন

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায়ের প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন,  সুষ্ঠু বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র সে দায়িত্বই পালন করেছে এবং এর মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ এই রায়ে সন্তুষ্ট হবেন। ওই ঘৃণ্য অপরাধের কারণে সমাজে যে ভীতির সৃষ্টি হয়েছিল সেই ভীতি দূর হবে। তিনি গতকাল রায় ঘোষণার পর  সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন,  একটা জিনিস মনে রাখতে হবে, এই দেশে জাতির পিতাকে হত্যা করার পর ২১ বছরে মামলার এজাহার পর্যন্ত কেউ করেনি। সেই জায়গা থেকে আজকের বাংলাদেশ যেখানে এসেছে নিশ্চয়ই সবাই স্বীকার করবেন যে, এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। রায় কীভাবে এবং কখন কার্যকর হবে- এমন প্রশ্নের জবাবে তিনি জানান, কোনো মামলায় ফাঁসির আদেশ হলে তা অনুমোদনের জন্য সাতদিনের মধ্যে রায়ের নথি হাই কোর্ট বিভাগে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। হাই কোর্ট ডিভিশন দণ্ড বহাল রাখলে আপিল বিভাগে আপিল করার সুযোগ থাকবে। সেই প্রক্রিয়া শেষ হলে রায় কার্যকর হবে।

সর্বশেষ খবর