মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গণমানুষের প্রত্যাশা পূরণ

নিজস্ব প্রতিবেদক

গণমানুষের প্রত্যাশা পূরণ

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর সাত খুনের মামলার রায় সম্পর্কে বলেছেন, এই রায়ে গণমানুষের প্রত্যাশা পূরণ হয়েছে। মামলার অন্যতম প্রধান আসামি একজন মন্ত্রীর মেয়ের জামাই হওয়ায় অনেকেই ধারণা করেছিল অন্য মামলাগুলোর যে হাল হয়-এ ক্ষেত্রেও তেমনই হবে। তবে এই রায় নিম্ন আদালতের, এখনো অনেক আদালত আছে। ফাঁসি কার্যকর হলে  পুনরায় মন্তব্য করা যাবে। তিনি বলেন, এভাবে সব অন্যায়েরই বিচার হওয়া প্রয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে সাগর-রুনিসহ সব হত্যার বিচার হবে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের সভাপতি রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, অধ্যক্ষ সেলিম ভূইয়া, শহীদুল ইসলাম বাবুল, মহিলা দলের হেলেন জেরিন খান, শিক্ষকনেতা জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । শামসুজ্জামান দুদু বলেন, নিরপেক্ষ সার্চ কমিটি এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে আমরা রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় আছি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন নিয়ে বঙ্গভবন সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে বিএনপি রাজপথে আন্দোলনে নামবে।

সর্বশেষ খবর