বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

গাইবান্ধায় ৯ দিনেও খোঁজ নেই ৪ নেতার

সন্ধান দাবিতে হরতাল বিক্ষোভ থানা ঘেরাও

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও যুবদলের ৪ নেতার খোঁজ ৯ দিনেও মেলেনি। তাদের পরিবারের সদস্যরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন। এই ৪ নেতার সন্ধান দাবিতে গতকাল নলডাঙ্গা ইউনিয়নে হরতাল এবং উপজেলা সদরে মানববন্ধন, বিক্ষোভ ও থানা ঘেরাও কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ জনতা।

সর্বদলীয় ব্যানারে সাদুল্যাপুর-গাইবান্ধা পাকা সড়কে পাবলিক লাইব্রেরি চত্বরে গতকাল মানববন্ধন পালিত হয়। এতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন রাজনৈতিক দল, নিখোঁজদের স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য দেন সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুজ্জোহা প্রামাণিক রাঙ্গা, সাধারণ সম্পাদক শাহারিয়ার খান বিপ্লব, উপজেলা যুবলীগ সভাপতি শাহ্ মো. ফজলুল হক রানা, সাদুল্যাপুর নাগরিক কমিটির সভাপতি আবুল বাশার মো. হান্নান ও নিখোঁজদের স্বজনরা। বক্তারা বলেন, ৯ দিন ধরে ৪ নেতা নিখোঁজ হলেও তাদের সন্ধান ও উদ্ধারে কোনো তত্পরতা নেই পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসন তাদের সন্ধান দিতে ব্যর্থ হলে রাজপথ অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেওয়া হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল থানার সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। পরে সাদুল্যাপুর থানা ঘেরাও করে ৪ নেতার সন্ধানের দাবি জানিয়ে স্লোগান দেওয়া হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. বোরহান উদ্দিনের আশ্বাসে ঘেরাও তুলে নেয় জনতা। এদিকে ৪ নেতার সন্ধান দাবিতে প্রিন্স মুক্তি পরিষদের ডাকে সাদুল্যাপুরের নলডাঙ্গায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে জনতা বিক্ষোভ করে ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নলডাঙ্গা রেলস্টেশনে ৩০ মিনিট আটকে রাখে। প্রসঙ্গত, ৯ জানুয়ারি থেকে সাদুল্যাপুর উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও দামোদরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জীম মণ্ডল, নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাইদুল ইসলাম প্রিন্স, দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক ও নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক শফিউল ইসলাম শাপলাকে খুঁজে পাচ্ছে না তাদের পরিবার।

সর্বশেষ খবর