বুধবার, ১৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দায়িত্ব নেওয়ার আগে জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের

প্রতিদিন ডেস্ক

দায়িত্ব নেওয়ার আগে জনপ্রিয়তা কমেছে ট্রাম্পের

৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনের দিনের পর থেকে যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর দেশটির জনগণের আস্থা কমে গেছে। সেই সঙ্গে মাত্র ৪০ শতাংশ জনপ্রিয়তা নিয়ে আগামী শুক্রবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন তিনি; যা দেশটির সাম্প্রতিক প্রেসিডেন্টদের মধ্যে সর্বনিম্ন। আর বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে তা ৪৪ পয়েন্টে পিছিয়ে। ২০০৯ সালে ওবামা যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন তখন তার জনপ্রিয়তা ছিল ৮৪ শতাংশ; যা তার দুজন পূর্বসূরির চেয়ে অনেক বেশি। সিএনএন/ওআরসির এক জনমত জরিপে মার্কিনিদের মাঝে ট্রাম্পের আস্থা কমে যাওয়ার এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা যায়, নির্বাচনে জয়লাভের পর ক্ষমতার পালাবদলের ব্যাপারটি ট্রাম্প যেভাবে সামলেছেন তাতে মার্কিনিদের মাঝে সন্দেহ বেড়েছে যে, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প হয়তো তার কাজ যথাযথভাবে পালন করতে পারবেন না। জরিপে অংশ নেওয়া ৫৩ শতাংশের মতে, নির্বাচনের পর থেকে দেওয়া ট্রাম্পের বিবৃতি ও কর্মকাণ্ডে তিনি ক্ষমতা যথাযথভাবে চালাতে সক্ষম হবেন কিনা এ নিয়ে তাদের মাঝে আস্থায় ঘাটতি পড়েছে। সিএনএন।

সর্বশেষ খবর