বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাষ্ট্রপতির সংলাপ নিয়ে আশাবাদী

নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতির সংলাপ নিয়ে আশাবাদী

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের মধ্য দিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেন, রাষ্ট্রপতি বলেছেন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে সংলাপ করুক। তার এ আহ্বানকে স্বাগত জানিয়ে সরকারকেও এ ব্যাপারে আরও উদ্যোগী ও সচেষ্ট ভূমিকা পালনের আহ্বান জানাই। গতকাল জাতীয় পার্টির কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া মাহফিল-পূর্ব আলোচনা সভায় তিনি এ কথা বলেন। দোয়া মাহফিল-পূর্ব সভায় ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পার্টির প্রেসিডিয়াম সদস্য সাইদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন মিলন, কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, জহিরুল আলম রুবেল, মনিরুল ইসলাম মিলন, মোস্তফা কামাল, বেলাল হোসেন, সুজন দে প্রমুখ। জিএম কাদের বলেন, জাতীয় পার্টি বিশ্বাস করে যে উদ্দেশ্য সামনে রেখে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতি সংলাপ করছেন তা একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সফলতা লাভ করবে। যে ইসির অধীনে একাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে।

মাতুয়াইলে মিলাদ : এদিকে ঢাকা-৫ আসনের মাতুয়াইলে মীরবাড়ি মসজিদে জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্থতা কামনায় মিলাদ মাহফিলের আয়োজন করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ। এ সময় পার্টির কেন্দ্রীয় নেতা আশরাফ সিদ্দিকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর