বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শপথ নিলেন জেলা পরিষদ চেয়ারম্যানরা

নিজস্ব প্রতিবেদক

শপথ নিলেন জেলা পরিষদের নবনির্বাচিত ১১৬৯ জন চেয়ারম্যান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি। অনুষ্ঠানে তিনি বলেছেন, বর্তমান সরকারের ভিশন-২০২১ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণে ভূমিকা রাখবে জেলা পরিষদ।

মন্ত্রী নবনির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দেশের উন্নয়নে সর্বোচ্চ সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনেরও আহ্বান জানান। স্থানীয় সরকার বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল সকাল সাড়ে ১০টায় ও বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে দুই পর্বে আনুষ্ঠানিকভাবে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান। মন্ত্রী বলেন, আপনারা জনগণের নির্বাচিত প্রতিনিধি। আপনারা দেশের উন্নয়নে সততা, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন। প্রথমে সকাল সাড়ে ১০টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৫৮ জন জেলা পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান খন্দকার মোশাররফ হোসেন। পরে বেলা সাড়ে ১১টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের ৬১১ জন নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান তিনি।

সর্বশেষ খবর