শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ

ক্রাইস্টচার্চ টেস্ট শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করেছিল বাংলাদেশ। সেই ক্রাইস্টচার্চে শেষ ম্যাচ (টেস্ট) খেলতে মাঠে নেমেছেন টাইগাররা। খেলা শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় ভোর চারটায়। ইনজুরির কারণে এই টেস্টে খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। ইনজুরি কারণে দল থেকে বাদ পড়েছেন ওপেনার ইমরুল কায়েস ও তারকা ব্যাটসম্যান মুমিনুল হকও। তিন তারকা ব্যাটসম্যানকে ছাড়াই অগোছালো এক দল নিয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। ইমরুল কায়েসের জায়গায় একাদশে থাকছেন সৌম্য সরকার। এছাড়া অভিষেক হওয়ার কথা নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্তর। ক্রাইস্টচার্চের পেস সহায়ক উইকেটের কথা চিন্তা করে পেস আক্রমণেও পরিবর্তন দেখা যেতে পারে।

একাদশে থাকার কথা রুবেল হোসেনের। ক্রাইস্টচার্চে স্কোয়াডে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকেও। তবে কাটার মাস্টারকে একাদশে রাখার সম্ভাবনা নেই। তাকে মূলত ফিল্ডিং করার উদ্দেশ্যেই রাখা হয়েছে। ওয়েলিংটন টেস্টে তীরে এসে তরী ডুবে গিয়েছিল বাংলাদেশের। চার দিন ম্যাচে আধিপত্য বিস্তার করেও শেষ মুহূর্তের ভুলে হেরে যায় বাংলাদেশ। কিন্তু ক্রাইস্টচার্চে তো সম্পূর্ণ অনভিজ্ঞ এক দল নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। এক সঙ্গে মুশফিক, ইমরুল ও মুমিনুলের মতো সিনিয়র ব্যাটসম্যানের অনুপুস্থিতি বেশ ভোগাতে পারে দলকে। তাই ব্যাটিংয়ে দায়িত্ব নিতে হবে সাকিব, মাহমুদুল্লাহ ও তামিমকে। এমন দল নিয়েও ভালো খেলার ব্যাপারে আশাবাদী নতুন অধিনায়ক। ম্যাচে ফলাফল যাই হোক, ইতিবাচক খেলার কথা বলেছেন তামিম ইকবাল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর