শুক্রবার, ২০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

দুই ভাগ হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা মন্ত্রণালয়ের পর এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দুই ভাগ করেছে সরকার। ‘জননিরাপত্তা’ বিভাগ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নামে দুটি আলাদা বিভাগ গঠন করে গতকাল মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই আদেশ জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিভক্ত হলো।

মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর পরিচালনা ও তদারকির দায়িত্ব থাকবে জননিরাপত্তা বিভাগের হাতে। অন্যদিকে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর, কারা অধিদফতর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর এবং বহির্গমন ও পাসপোর্ট অধিদফতরের কাজ দেখভাল করবে সুরক্ষা সেবা বিভাগ। এই দুই বিভাগে আলাদা দু’জন সচিব দায়িত্ব পালন করবেন। মন্ত্রিপরিষদ বিভাগের আদেশে আরও বলা হয়, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুনর্গঠন করে দুটি বিভাগ গঠন করে দিয়েছেন। প্রসঙ্গত, গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়কে ভেঙে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে ভাগ করে সরকার।

এখন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণায়ের অধীনে আলাদা দুটি বিভাগ গঠনের বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর