শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

মার্চে কুমিল্লা সিটি ও গাইবান্ধা উপনির্বাচন

বর্তমান ইসির শেষ সিদ্ধান্ত

গোলাম রাব্বানী

আগামী মার্চের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন, গাইবান্ধা-১ উপনির্বাচন ও ফেব্রুয়ারির শুরুতে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাঁচ বছরে জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সাত হাজার চারশর বেশি নির্বাচন করে বিদায়ের অপেক্ষায় থাকা কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন কমিশনের কাছে এই তিন নির্বাচনের তারিখ চাইছে ইসি সচিবালয়। শুরু থেকে সমালোচনায় থাকা কমিশন নারায়ণগঞ্জের ‘সফলতা’ নিয়ে বিদায়ের আগে শেষ সময়ে আর নতুন নির্বাচনে হাত দিতে আগ্রহী নয়। তবে নির্ধারিত সময়ে ভোটের বাধ্যবাধকতা থাকায় দুটি সংসদীয় আসনে উপনির্বাচন ও একটি সিটি করপোরেশন নির্বাচনের তফসিল দিয়ে যাওয়ার জন্য বিদায়ী ইসির কাছে প্রস্তাব করেছে ইসি সচিবালয়।  ইসি সূত্র জানিয়েছে, ২২ মার্চ গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন ও মার্চের শেষ দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট করার প্রাথমিক চিন্তা করা হচ্ছে। এ ছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে, বিদায়ী ইসি এসব নির্বাচন করতে না চাইলেও তফসিল দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। তিনি বলেন, দায়িত্ব যতক্ষণ আছে, কাজ করে যেতে চাই। তবে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন বর্তমান ইসির মেয়াদকালেই করতে চাইছেন  কমিশনাররা। ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শিগগিরই সিদ্ধান্ত আসবে। বিদায়ী ইসি ভোটের তারিখ দিয়ে গেলে অসুবিধা হবে না, নতুন ইসি এসে ভোট করবেন। ইসি সচিব বলেন, বর্তমান কমিশন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। নারায়ণগঞ্জের পর আর কোনো নির্বাচন তারা করতে চাইছেন না। তবে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার তফসিল হয়েছে, যার ভোট হবে ১৮ ফেব্রুয়ারি। জানা গেছে, ৮ ফেব্রুয়ারি সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন নির্বাচন কমিশনার এবং ১৪ ফেব্রুয়ারি আরেক নির্বাচন কমিশনারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। তারা তফসিল দিলে নতুন কমিশনকে এসেই ভোটের আয়োজন করতে হবে। এদিকে, আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই তারিখের মধ্যে বিদায়ী ইসির পক্ষে এ নির্বাচন করা সম্ভব নয়, সেক্ষেত্রে এ সিটিতে মার্চে ভোট করার তারিখ রেখে বিদায়ী ইসি তফসিল দিয়ে যেতে পারবেন। এ ছাড়া টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের বাধাও কেটে গেছে। উপনির্বাচনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তাই শূন্য ঘোষিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন বর্তমান কমিশন সম্পন্ন করে যেতে চায়। কারণ এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দও সম্পন্ন হয়েছে। শুধু বাকি রয়েছে নির্বাচন আয়োজনের। ফলে স্বল্প সময়ের ব্যবধানে নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে, সন্ত্রাসী হামলায় নিহত মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ শূন্য আসনের উপনির্বাচনও মার্চের মধ্যে করতে হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এসব নির্বাচনের সময় শেষ পর্যায়ে রয়েছে। নতুন ইসি এসে তফসিল করতে ভোটের জন্য ৪০-৪৫ দিনের মতো পর্যাপ্ত সময় পাওয়া মুশকিল হবে। বিদায়ী ইসিকে তফসিল দেওয়ার প্রস্তাব আমাদের। সম্ভবত তারিখ দিয়ে যাবেন বিদায়ী ইসি, ভোট করবেন নতুন ইসি। নির্বাচন কমিশনার জাবেদ আলী জানান, গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে কমিশনে পৌঁছেছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ আসনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ইসির কর্মকর্তারা জানিয়েছে, ৫ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ আসনের তফসিল ঘোষণার প্রাথমিক তারিখ নির্ধারণ হয়েছে। ভোট হতে পারে ২২ মার্চ।

কাজী রকিব কমিশনের যত নির্বাচন : নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখার সহকারী সচিব রাজীব আহসান ও আশফাকুর রহমান জানান, পাঁচ বছরে জাতীয় সংসদ, সংরক্ষিত মহিলা আসন, উপনির্বাচন, সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও মহিলা সদস্য, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাত হাজার ৪০৯টি নির্বাচন করেছে কাজী রকিব নেতৃত্বাধীন ইসি। জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচন ২০১৩। নবম জাতীয় সংসদের শূন্য আসনের উপনির্বাচন ৭টি। দশম সংসদের সাধারণ নির্বাচন। দশম সংসদের শূন্য আসনে ৯টি উপনির্বাচন। দশম সংসদের সংরক্ষিত মহিলা আসনের ৫০ নির্বাচন। সিটি করপোরেশন সাধারণ নির্বাচন ১০টি। সিটি করপোরেশন উপনির্বাচন ৭টি। পৌরসভা সাধারণ নির্বাচন ২৮৪টি। পৌরসভা উপনির্বাচন ৯৫টি। প্রথম জেলা পরিষদ নির্বাচন ৬১টি। উপজেলা পরিষদ নির্বাচন ৪৮৭টি। উপজেলা পরিষদ উপনির্বাচন ১০টি। উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন ৪৭০টি। ইউনিয়ন পরিষদ নির্বাচন ৪২৯৪টি এবং ইউনিয়ন পরিষদ উপনির্বাচন ১৩৭৩টি সম্পন্ন করেছে বর্তমান ইসি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর