শিরোনাম
শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ব্যাটসম্যানদের লড়াই মৃত্যুফাঁদ উইকেটে

ক্রীড়া প্রতিবেদক

ব্যাটসম্যানদের লড়াই মৃত্যুফাঁদ উইকেটে

ক্রাইস্টচার্চের হ্যাগলে ওভালের প্রথম দিনের উইকেট হচ্ছে ব্যাটসম্যানদের জন্য মৃত্যুফাঁদ! তাই টসে জিতে কোনো অধিনায়কই প্রথমে ব্যাটিং নেন না। কিন্তু গতকাল প্রথমবারের মতো সাদা পোশাকে টস করতে নেমে হেরে গেলেন তামিম ইকবাল। বাধ্য হয়েই ব্যাট করতে হলো। প্রথম দিনে লড়াই করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। অলআউট হওয়ার আগে টাইগাররা সংগ্রহ করেছে ২৮৯ রান।

তিন তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হককে ছাড়া এই উইকেটে কতক্ষণ টিকবে বাংলাদেশ? এমন প্রশ্ন মনে জাগাই স্বাভাবিক! কিন্তু অবাক করে দিয়ে গতকাল সারা দিন ব্যাটিং করেছেন ব্যাটসম্যানরা। ইমরুল কায়েসের জায়গায় ওপেন করতে নেমে ৮৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন সৌম্য সরকার। মুশফিকের জায়গায় উইকেটরক্ষক হিসেবে একাদশে সুযোগ পেয়ে অভিষেক ম্যাচেই দ্যূতি ছড়িয়েছে নুরুল হাসান সোহান। খেলেছেন ৪৭ রানের লড়াকু এক ইনিংস। এ ছাড়া হাফ সেঞ্চুরি করেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার করেন ৫৯ রান। মাহমুদুল্লাহ রিয়াদ  এ ম্যাচেও ব্যর্থ। সফল হতে পারেননি তামিমও। হঠাৎ পাওয়া অধিনায়কত্বের বাড়তি চাপটা যেন নিতে পারেননি ড্যাসিং ওপেনার। তবে তামিম আউট হলেও গতকাল আরেক ওপেনার সৌম্য দারুণ ব্যাটিং করেছেন। তৃতীয় উইকেটে সাকিবের সঙ্গে ১২৭ রানের জুটি গড়েন তিনি। সৌম্য-সাকিবের এই জুটি বাংলাদেশকে বড় ইনিংসের স্বপ্ন দেখিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ২৮৯ রানেই আটকে যায় বাংলাদেশের ইনিংসে। তবে ভাঙাচোরা ব্যাটিং লাইন আপ নিয়ে এই রানই বা কম কিসে!  কিউই পেসার টিম সাউদি নিয়েছেন ৫ উইকেট, ট্রেন্ট বোল্ড নিয়েছেন ৪ উইকেট।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর