শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

রাজাকার ও জঙ্গিদের নিয়ে গণতন্ত্র মজবুত করা যায় না : ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জামায়াত, রাজাকার ও জঙ্গিদের নিয়ে কখনই গণতন্ত্র মজবুত করা যায় না। অথচ বিএনপি সেটাই আশা করে।

গতকাল সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিনি বিএনপিকে উদ্দেশ করে বলেন, আগে রাজাকার ও জঙ্গিদের ছাড়ুন, তারপর গণতন্ত্রের কথা বলুন। তিনি উল্লেখ করেন, অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেটা আদালত নাকচ করে দেওয়ার পর অনির্বাচিত কোনো সরকার গঠনের অবকাশ বাংলাদেশে আর নেই। অথচ বিএনপি নেতারা ওই অনির্বাচিত অন্তর্বর্তীকালীন  সরকার গঠনের প্রস্তাব দিয়ে চলেছেন,  যা কার্যত নির্বাচন ভণ্ডুল করার প্রস্তাব। এ অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার প্রলয় চিসিম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম স্বপনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর