শনিবার, ২১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সার্চ কমিটিতে মানুষ আস্থা চায়

নিজস্ব প্রতিবেদক

সার্চ কমিটিতে মানুষ আস্থা চায়

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংলাপ ও সমঝোতার পথ আমরা দিয়েছি। এই পথে যদি সমাধান না হয়, তাহলে গণআন্দোলন ছাড়া বিকল্প থাকবে না।’ গতকাল সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ও বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে এতে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সহ-প্রচার সম্পাদক আসাদুল করীম শাহিন, নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমীন, জাতীয় দলের সভাপতি সৈয়দ এহসানুল হুদা বক্তব্য রাখেন। নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছ থেকে ‘জনগণ আস্থা রাখতে পারে’—এমন একটি সার্চ কমিটি প্রত্যাশা করেন ব্যারিস্টার মওদুদ। তিনি বলেন, ‘আমরা আশা করি, রাষ্ট্রপতি একটা ফলপ্রসূ সমাধান দেবেন, যাতে আমরা সবাই সন্তুষ্ট হই। এমন একটা বাছাই কমিটি যেন হয়, তারপর এমন একটা কমিশন যাতে হয়, যেখানে দেশের মানুষের আস্থা আসে। আমাদের যাতে মনে হয় যে, এই কমিশনের মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন করা সম্ভব।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর