রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শেষ বিকালে চমক সাকিবের

মেজবাহ্-উল-হক

শেষ বিকালে চমক সাকিবের

স্বপ্নের মতো এক স্পেল— ৩-০-৮-৩! শেষ বিকালে সাকিব আল হাসানের এই জাদুকরী স্পেলেই বদলে গেল ম্যাচের চিত্র। ৪ উইকেটে ২৫২ থেকে হঠাত্ নিউজিল্যান্ডের স্কোর ৭ উইকেটে ২৫৬। মাত্র ৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বিপাকে ব্ল্যাক ক্যাপসরা। এখনো বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে কিউইরা। স্বাগতিকদের হাতে ৩ উইকেট থাকলেও লিড নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। দিন শেষে নিউজিল্যান্ডের স্কোর ছিল ২৬০/৭। বৃষ্টির কারণে পুরো দিন খেলা হয়নি। আরও ২০ ওভার খেলা হলে গতকাল অলআউটও হতে পারত কিউইরা। বোলারদের ক্যারিশমাতেই শেষ বিকালে ম্যাচে ফেরে বাংলাদেশ।

দিনের বেশির ভাগ সময়ই বাংলাদেশের বোলারদের ওপর আধিপত্য ছিল কিউই ব্যাটসম্যানদের। ওয়েলিংটনের মতো ক্রাইস্টচার্চেও বড় ইনিংসের পথে এগিয়ে যাচ্ছিল নিউজিল্যান্ড। একে একে সব বোলিং অপশনই ব্যবহার করেন অধিনায়ক তামিম। কিন্তু কোনো কাজ হচ্ছিল না। লাভ হয়নি সৌম্য সরকারকে দিয়ে বোলিং করিয়েও। অগত্যা শেষ বিকালে দিনের সবচেয়ে খরুচে বোলার বন্ধু সাকিবের হাতে বল তুলে দেন তামিম। আর এতেই বাজিমাত। দিনের শেষ স্পেলে বোলিং করতে গিয়ে সাকিব লেগ বিফোরের ফাঁদে ফেলে দেন নিউজিল্যান্ডের সেট ব্যাটসম্যান স্যান্টনারকে। পরের ওভারেই সাকিব কিউই দুর্গে জোড়া আঘাত হানেন। তৃতীয় বলে বিজে ওয়াটলিং এবং ষষ্ঠ বলে ডি গ্রান্দোমকে ড্রেসিংরুমের পথ ধরিয়ে দেন। আগের ৪ ওভারে ২৪ রান দেওয়া সাকিব ২ ওভারেই ৪ রানে তুলে নেন ৩ উইকেট। তার জাদুকরী বোলিংয়ে ছন্দপতন ঘটে নিউজিল্যান্ডের। হেনরি নিকলস ছাড়া নেই আর কোনো সেট ব্যাটসম্যান। তাই সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। যদিও বৈচিত্র্যের খেলা টেস্ট ক্রিকেটে ভবিষ্যদ্বাণী করা কঠিন। এটা ঠিক যে, প্রাকৃতিক দুর্যোগ না হলে এই টেস্টে ড্র হচ্ছে না! জয়ের সম্ভাবনা রয়েছে দুই দলের সামনেই। আজকের দিনের প্রথম ঘণ্টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দ্রুত ৩ উইকেট নিয়ে লিড নিতে পারলে ম্যাচে এগিয়ে যাবে টাইগাররাই। পেসার তাসকিন আহমেদের মতে, ‘এই টেস্টে জেতার সামর্থ্য রাখি আমরা, যদি সকালে দ্রুত ওদের উইকেট ৩টি ফেলতে পারি এবং আমাদের ব্যাটসম্যানরা ভালো করেন।’ আবার সতর্কও তাসকিন, ‘যদিও আমরা এখন ভালো অবস্থানে আছি, তাই বলে বেশি খুশি হওয়ার কিছু নেই। কেননা এখনো খেলার তিন দিন বাকি।’ ওয়েলিংটনের কথা নিশ্চিয়ই মনে আছে টাইগারদের। টানা চার দিন চালকের আসনে থেকেও শেষ দিনে শেষ বিকালের ভুলে হারতে হয়েছিল। ওয়েলিংটন টেস্ট জয়ের নায়ক কিউই তারকা ওপেনার গতকালও হাফ সেঞ্চুরি করেছেন। তার মতে, এই ম্যাচের এখন যে অবস্থা তাতে বাংলাদেশও জিতে যেতে পারে। ল্যাথাম বলেন, ‘শেষ দিকে ৩ উইকেট নিয়ে বাংলাদেশ উজ্জীবিত। তারা একটু গতিই পেয়েছে। তবে এ টেস্টে এখন দুই দলের জন্যই সমান সম্ভাবনা।’ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও প্রথম ম্যাচে তীরে এসে তরী ডোবার পর দ্বিতীয় ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। টাইগারভক্তদের কামনা, ইংল্যান্ড সিরিজের পুনরাবৃত্তি হোক নিউজিল্যান্ড সিরিজে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর