রবিবার, ২২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

হেফাজতের সুপারিশে বই ছাপায় সংশোধন করতে হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

হেফাজতের সুপারিশে বই ছাপায় সংশোধন করতে হচ্ছে

এম এম আকাশ

বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেছেন, হেফাজতে ইসলামের সুপারিশে এবারে পাঠ্যপুস্তক ছাপা হয়েছিল বলেই এখন তা সংশোধন করতে হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা না থাকলেও একশ্রেণির অতি উত্সাহী আমলা এ কাজটি করেছেন। ফলে অনেক প্রগতিশীলের লেখা বাতিল করে হেফাজতে ইসলামপন্থিদের নিবন্ধ ছাপা হয়েছে। ফলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন্ন হয়েছে। গতকাল রংপুর টাউন হলে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) রংপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শিক্ষাব্যবস্থা হবে একমুখী  এবং বৈষম্যহীন। আমাদের দেশে তিনটি ধারার শিক্ষাব্যবস্থা চালু। একটি মাদ্রাসা, একটি ইংরেজি মিডিয়াম ও আরেকটি সাধারণ। এই তিন ধারার শিক্ষা দিয়ে কখনো জাতীয় ঐক্য হতে পারে না। শিক্ষানীতি বাস্তবায়ন করতে হলে শিক্ষা খাতের বরাদ্দ বৃদ্ধির দাবি করেন তিনি। বাকবিশিস রংপুর জেলা শাখার সভাপতি আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর, সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরী, রংপুর জেলা সম্পাদক রওশানুল কাওসার সংগ্রাম প্রমুখ। পরে আব্দুল ওয়াহেদ মিয়াকে সভাপতি ও রওশানুল কাওসার সংগ্রামকে সাধারণ সম্পাদক করে ৪১ সদস্যের বাকবিশিস রংপুর জেলা এবং নবীব হোসেন লাভলুকে সভাপতি ও আব্দুর রউফ সরকারকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের রংপুর মহানগর কমিটি গঠন করা হয়।

সর্বশেষ খবর