সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

নির্বাচনের সুবাতাস চলমান থাকবে

নিজস্ব প্রতিবেদক

নির্বাচনের সুবাতাস চলমান থাকবে

নতুন নির্বাচন কমিশনকে নারায়ণগঞ্জের মতো সুষ্ঠু নির্বাচন পরিচালনার পরামর্শ দিয়েছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে সুবাতাস বইছে। পরবর্তীতে যে নির্বাচন কমিশন আসবে তারা আমাদের মতো হবে। গতকাল নবনির্মিত ‘নির্বাচন ভবনে’ প্রথম অফিস করে এ কথা জানান তিনি। বিদায়ের আগে মাত্র দুই সপ্তাহের জন্য নতুন ভবনে অফিস করার সুযোগ পাবেন বিদায়ী সিইসি। নারায়ণগঞ্জের প্রসঙ্গ টেনে কাজী রকিব জানান, তাদের মতো সুষ্ঠু নির্বাচন পরিচালনার যাত্রা শুরু করবে নতুন কমিশন। নির্বাচনী পরিবেশে সুবাতাস বইছে। পরবর্তীতে যে নির্বাচন কমিশন আসবে তারা আমাদের মতো হবে। নারায়ণগঞ্জে যেভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে তা অব্যাহত থাকবে এবং আগামীতেও সুষ্ঠু নির্বাচনের যাত্রা শুরু হবে দেশে। ফেব্রুয়ারির প্রথমার্ধে বিদায় নেবেন কাজী রকিব নেতৃত্বাধীন ইসি। এরপরই আসবে নতুন কমিশন। নিজেদের মেয়াদে সব নির্বাচন নিয়ে কম-বেশি সমালোচনার পর বিদায়ের আগে ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে করে সবার প্রশংসা কুড়ান বর্তমান ইসি। এরই মধ্যে শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন চত্বরের কার্যালয় থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে স্থানান্তর হয় নির্বাচন ভবন। সেখানেই প্রথম অফিস করেন বিদায়ী কমিশন। গতকাল নির্বাচন ভবন ঘুরে দেখে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান সিইসি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, আমরা এতদিন অন্যের বাড়িতে ছিলাম। এখন আমরা নিজেদের বাড়িতে এসেছি। আশা করছি ভবনের কাজ কিছু দিনের মধ্যে শেষ হবে। আমরা নারায়ণগঞ্জসহ সব নির্বাচন পরিচালনা করেছি। আমরা যাত্রা শুরু করে দিয়েছি, আশা করি নতুন নির্বাচন কমিশনও আমাদের মতো সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন।

সর্বশেষ খবর