সোমবার, ২৩ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

এবার খাল দখলমুক্ত অভিযান

নিজস্ব প্রতিবেদক

এবার খাল দখলমুক্ত অভিযান

রাজধানীর জলাবদ্ধতা নিরসনে প্রাথমিকভাবে ৬ ও ৯ ফেব্রুয়ারি নন্দীপাড়া ত্রিমুখী খাল ও হাজারীবাগ বেড়িবাঁধ এলাকার রাস্তা অবৈধ দখলমুক্ত করতে অভিযান চালানো হবে। গতকাল নগর ভবনে আয়োজিত এক জরুরি বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ কথা জানান।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ অনুযায়ী এ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে জানিয়ে মেয়র বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতার কারণ হলো খাল ও বক্সকালভার্টগুলো অবৈধভাবে দখল করে ভরাট করা। তাই আমরা প্রাথমিকভাবে নন্দীপাড়া ত্রিমুখী খালকে দখলমুক্ত করতে ৬ ফেব্রুয়ারি অভিযান চালাব। একইসঙ্গে বেড়িবাঁধ এলাকার রাস্তা দখলমুক্ত করতে ৯ ফেব্রুয়ারি অভিযান চলবে। সাঈদ খোকন বলেন, দখলকারীরা যেকোনো দলের নেতা হোক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পত্তি জনগণকে ফিরিয়ে দিতে আমরা কাজ করে যাব। কাউকেই ছাড় দেওয়া হবে না। খাল, রাস্তা ও বক্সকালভার্ট অবৈধ দখলমুক্ত করতে সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা, পানি উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও ডিএমপি একযোগে কাজ করে যাবে বলেও জানান তিনি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান, পানি উন্নয়ন বোর্ডের এমডি রেফাত জামিল ও ঢাকা জেল প্রশাসক মো. সালাউদ্দিন প্রমুখ।

সর্বশেষ খবর