মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তিন নির্বাচন নিয়ে বিদায়ী ইসি বেকায়দায়

গোলাম রাব্বানী

তিন নির্বাচন নিয়ে বিদায়ী ইসি বেকায়দায়

বিদায়ের আগে তিন নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে বিপাকে পড়েছে বর্তমান নির্বাচন কমিশন (ইসি)। শুরু থেকে সমালোচনায় থাকা নির্বাচন কমিশন নারায়ণগঞ্জের ‘সফলতা’ নিয়ে বিদায়ের আগে একেবারে শেষ সময়ে আর নতুন নির্বাচনে হাত দিতে আগ্রহী নয়। এ নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যেও মতানৈক্য দেখা দিয়েছে। কেউ বলছেন, ‘যে কদিন দায়িত্বে আছি কাজ করে যাব।’ আবার কেউ বলছেন, ‘শেষ সময়ে নির্বাচনের তফসিল দিয়ে কোনো ঝামেলা না করাই ভালো।’ এদিকে ইসি সচিবালয়ও তিন নির্বাচনের তফসিল দিয়ে যাওয়ার জন্য বিদায়ী ইসিকে প্রস্তাব দিয়েছে। আজ এ প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিকভাবে বৈঠকে বসবে নির্বাচন কমিশন।

ইসি সচিবালয় জানিয়েছে, ৮ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই তারিখের মধ্যে বিদায়ী ইসির পক্ষে এ নির্বাচন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে এ সিটিতে আগামী মার্চে ভোট করার তারিখ রেখে বিদায়ী ইসি তফসিল তারা দিয়ে যেতে পারবে। এ ছাড়া ঝুলে থাকা টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের বাধাও সম্প্রতি কেটে গেছে। তাই শূন্য-ঘোষিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের দায়িত্বও পড়েছে বর্তমান কমিশনের কাঁধে। আর গাইবান্ধা-১ শূন্য আসনের উপনির্বাচনও মার্চের মধ্যে করতে হবে। এ নির্বাচনের তফসিল দিতে হচ্ছে বর্তমান ইসিকেই। ইসি সচিবালয়ের প্রস্তাবে মার্চের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন ও গাইবান্ধা-১ উপনির্বাচন এবং ফেব্রুয়ারির শুরুতে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়েছে। এ জন্য বিগত পাঁচ বছরে জাতীয় সংসদ ও স্থানীয় সরকারের সাত হাজার চারশ’র বেশি নির্বাচন করে বিদায়ের অপেক্ষায় থাকা কাজী রকিবউদ্দীন আহমদ নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের কাছে এ তিন নির্বাচনের তারিখ চাইছে ইসি সচিবালয়। অন্যদিকে আগামী ২২ মার্চ গাইবান্ধা-১ আসনের উপনির্বাচন ও মার্চের শেষ দিকে কুমিল্লা সিটি করপোরেশনের ভোট করার প্রাথমিক চিন্তা করা হচ্ছে। এ ছাড়া ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ঝুলে থাকা টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন করার কথা ভাবছে ইসি সচিবালয়। এ ক্ষেত্রে টাঙ্গাইল-৪ আসনের নির্বাচন এই ইসির অধীনেই হচ্ছে। এসব নির্বাচনের তফসিল বিদায়ী ইসি দেবে কি না তা আজকের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। বিদায়ী ইসি এসব নির্বাচন করতে না চাইলেও তফসিল দিয়ে যাওয়ার কথা জানিয়েছেন একজন নির্বাচন কমিশনার। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব যতক্ষণ আছে, কাজ করে যেতে চাই। তবে টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন বর্তমান ইসির মেয়াদকালেই করতে চাই।’ এর আগে ইসি সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেন, শিগগিরই সিদ্ধান্ত আসবে। বিদায়ী ইসি ভোটের তারিখ দিয়ে গেলে অসুবিধা হবে না। নতুন ইসি এসে ভোট করবে। ইসি সচিব বলেন, বর্তমান কমিশন বিদায়ের প্রস্তুতি নিচ্ছে। নারায়ণগঞ্জের পর আর কোনো নির্বাচন তারা করতে চাইছে না। জানা গেছে, আগামী ৮ ফেব্রুয়ারি সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ও তিন নির্বাচন কমিশনার এবং ১৪ ফেব্রুয়ারি আরেক নির্বাচন কমিশনারের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হচ্ছে। তারা তফসিল দিলে নতুন কমিশনকে এসেই ওই ভোট আয়োজন করতে হবে। ৮ ফেব্রুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। তবে এই তারিখের মধ্যে বিদায়ী ইসির পক্ষে এ নির্বাচন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে এ সিটিতে আগামী মার্চে ভোট করার তারিখ রেখে বিদায়ী ইসি তফসিল দিয়ে যেতে পারবে। এ ছাড়া ঝুলে থাকা টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের বাধাও সম্প্রতি কেটে গেছে। উপনির্বাচনে মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে হাই কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে কাদের সিদ্দিকীর আপিল খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। তাই শূন্য-ঘোষিত টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচন বর্তমান কমিশন সম্পন্ন করে যেতে চায়। কারণ এ নির্বাচনের মনোনয়নপত্র দাখিল, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দও সম্পন্ন হয়েছে। শুধু বাকি রয়েছে নির্বাচন আয়োজনের। ফলে স্বল্প সময়ের ব্যবধানে এ নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অন্যদিকে গত মাসে মনজুরুল ইসলাম লিটন সন্ত্রাসী হামলায় নিহত হওয়ায় গাইবান্ধা-১ আসন শূন্য হয়। এ আসনের উপনির্বাচনও মার্চের মধ্যে করতে হবে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এসব নির্বাচনের সময় শেষ পর্যায়ে রয়েছে। নতুন ইসি এসে তফসিল করতে ভোটের জন্য ৪০-৪৫ দিনের মতো পর্যাপ্ত সময় পাওয়া মুশকিল হবে। সে ক্ষেত্রে বিদায়ী ইসিকে তফসিল দেওয়ার প্রস্তাব তাদের। সম্ভবত তারিখ দিয়ে যাবে বিদায়ী ইসি, ভোট করবে নতুন ইসি। জানা গেছে, গাইবান্ধা-১ আসন শূন্য ঘোষণা করে গেজেট সংসদ সচিবালয় থেকে কমিশনে পৌঁছেছে। সংবিধান অনুযায়ী ৯০ দিনের মধ্যে এ আসনে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৫ ফেব্রুয়ারি গাইবান্ধা-১ আসনের তফসিল ঘোষণার প্রাথমিক তারিখ নির্ধারণ হয়েছে। ভোট হতে পারে ২২ মার্চ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর