মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ঊনসত্তরের আগুন ঝরা দিনগুলো

তোফায়েল আহমেদ

প্রতি বছর বাঙালি জাতির জীবনে যখন জানুয়ারি মাস ফিরে আসে তখন ১৯৬৯-এর অগ্নিঝরা দিনগুলো আমার স্মৃতির পাতায় ভেসে ওঠে। প্রত্যেক মানুষের জীবনে উজ্জ্বলতম দিন আছে। আমি দুর্লভ সৌভাগ্যের অধিকারী। আমার জীবনেও কিছু ঐতিহাসিক ঘটনা আছে। ’৬৯ আমার জীবনের শ্রেষ্ঠ কালপর্ব। এই কালপর্বে আইয়ুবের লৌহশাসনের ভিত কাঁপিয়ে বাংলার ছাত্রসমাজ ’৬৯-এর ২৪ জানুয়ারি গণঅভ্যুত্থান ঘটিয়ে ইতিহাস সৃষ্টি করেছিল। জীবনের সেই সোনালি দিনগুলোর প্রতিটি মুহূর্তের কথা মনে পড়ে। অনেক সময় ভাবী, কী করে এটা সম্ভবপর হয়েছিল।

আমার জন্ম ঢাকা নগরী থেকে বহুদূরের দ্বীপজেলা ভোলার প্রত্যন্ত পল্লীতে— একেবারে তৃণমূলে। পাড়াগাঁয়ে লেখাপড়া করেছি। হেঁটে ৫ মাইল দূরের স্কুলে যেতাম। বহু কষ্ট করে পড়াশোনা করতে হতো। তখনকার গ্রাম ছিল অনুন্নত, অন্ধকারে নিমজ্জিত।

বিস্তারিত খবরে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর