মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সরকারদলীয় এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

ময়মনসিংহ প্রতিনিধি

সরকারদলীয় এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা

মোসলেম উদ্দিন

ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সরকারদলীয় এমপি অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে মামলা করেছেন একজন মুক্তিযোদ্ধা। গতকাল দুপুরে ময়মনসিংহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ২ নম্বর আমলি আদালতে এ মামলাটি করা হয়। মামলার প্রধান সাক্ষী বঙ্গবীর কাদের সিদ্দিকী।

এমপি ছাড়াও আরও ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেয়। মামলার আইনজীবী এ কে এম ফজলুল হক দুলাল বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা সূত্রে জানা যায়, মোসলেম উদ্দিন ’৭১-এ নির্বাচিত স্থানীয় এমপি ছিলেন। এমপি হয়েও তিনি পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে ফুলবাড়িয়ায় বেশ কটি এলাকায় হত্যা, ধর্ষণ, লুণ্ঠন এবং অগ্নিসংযোগের মতো অপরাধে জড়ান। ’৭১ সালের ২৭ জুন জোড়বাড়িয়ায় বাদীর বাড়িতে লুণ্ঠন করে বাড়িঘর পুড়িয়ে দেয়। কৈয়ারচালা গ্রামে মালেকা খাতুনকে ধর্ষণের পর হত্যা করে। ’৭১ সালের ২০ জুন কুশমাইলের বসু চৌধুরীকে, ১২ জুন মুক্তিযোদ্ধা আবদুল মজিদকে এবং ফুলবাড়িয়া বাজারে ৮ জন ঋষিকে হত্যা করে। ২৯ নভেম্বর তালেব আলী, সেকান্দর আলী, আলতাব আলীকে হত্যা করে ভালুকজান নদীতে ভাসিয়ে দেয়। এ ছাড়াও সাধারণ মানুষকে হত্যা করে বধ্যভূমিতে ফেলে দেয়। মামলায় অভিযোগ করা হয়, এসব কর্মকাণ্ডে অ্যাডভোকেট মোসলেম উদ্দিনসহ উল্লিখিত আসামিরা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। মামলায় প্রধান সাক্ষী করা হয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীকে। আদালতের বিচারক মাহবুবুল হক অভিযোকটি আমলে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন।

সর্বশেষ খবর