মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

অভিজ্ঞদের মৃত্যুতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিবেদক

অভিজ্ঞদের মৃত্যুতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত

বিশেষ বিষয়ে অভিজ্ঞ বিচারপতিদের মৃত্যুতে বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিন বিচারপতির মৃত্যুতে সুপ্রিম কোর্ট অডিটরিয়ামে আয়োজিত এক শোকসভায় তিনি এ মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট জাজেস কর্নার এ সভার আয়োজন করে। শোকসভায় সাবেক প্রধান বিচারপতি এম এম রহুল আমীন সম্পর্কে প্রধান বিচারপতি বলেন, ‘বিচারপতি রুহুল আমীন একজন প্রকৃতপক্ষে ভদ্রলোক। আমরা তো অযথা রেগে যাই। উনি কখনো বিরক্তি প্রকাশ করেননি। অনেককে দেখেছি বিরক্তি প্রকাশ করতে। আমার জানামতে ওনার মধ্যে একেবারেই বিচারপতির সব গুণ ছিল।’ প্রধান বিচারপতি এস কে সিনহা বলেন, ‘প্রধান বিচারপতি হওয়ার পর তার আইনজীবী ছেলেকে বাসা থেকে আলাদা করে দেন বিচারপতি রুহুল আমীন।’ বিচারপতি মোহাম্মদ বজলুর রহমানের বিষয়ে প্রধান বিচারপতি বলেন, ‘ছাত্রজীবনে সবার জন্য সবকিছু করেছেন। ছাত্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু নিজের জন্য, পরিবারের জন্য তিনি কিছু রেখে যাননি। শুধু সবার জন্য করেছেন বিচারপতি বজলুর রহমান।’ বিচারপতি জে এন দেব চৌধুরীর বিষয়ে বিচারপতি এস কে সিনহা বলেন, ‘আমার জানামতে তার পরিবারের মধ্যে কেউ জজ ছিলেন না। আমি বলব (তার মৃত্যুতে) বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হলো। এখন আজকের দিনে সিভিল ল’র (দেওয়ানি আইন) ব্যাপারে প্রকৃতপক্ষে আমাদের খুবই বিচারকের স্বল্পতা পাওয়া যায়। তিনি থাকলে আমাদের লাভ হতো। তার রক্তে ছিল সিভিল ল’।’ বক্তব্যের শেষ পর্যায়ে এসে প্রধান বিচারপতি শোকসভায় বিচারকদের স্বল্প উপস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন। সুপ্রিম কোর্ট জাসেস কর্নারের সভাপতি আপিল বিভাগের বিচারপতি মির্জা হোসেইন হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাই কোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আবদুল হাকিমের পরিচালনায় শোকসভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন আপিল বিভাগের সাবেক বিচারপতি আবদুল মতিন, হাই কোর্ট বিভাগের সাবেক বিচারপতি আওলাদ আলী, হাই কোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন, বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. ইকবাল কবির।

সর্বশেষ খবর