শিরোনাম
মঙ্গলবার, ২৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগের সমর্থন চান আনু মুহাম্মদ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সমর্থন চান আনু মুহাম্মদ

বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে হরতালে আওয়ামী লীগের সমর্থন চাইলেন অধ্যাপক আনু মুহাম্মদ। ২৬ জানুয়ারি ঢাকায় আধাবেলা হরতাল কর্মসূচির ডাক দিয়েছে তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর ও খনিজসম্পদ রক্ষা জাতীয় কমিটি। গতকাল রাজধানীর পল্টনের মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে ক্ষমতাসীন দলের সমর্থন চাওয়ার পাশাপাশি সরকারকে একগুঁয়েমি না করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ থেকে সরে আসার আহ্বান জানান আনু মুহাম্মদ। লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য সচিব আনু মুহাম্মদ বলেন, জাতীয় কমিটি সুন্দরবন রক্ষায় ২৬ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল ও সারা দেশে বিক্ষোভ-সংহতি সমাবেশের কর্মসূচি পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানায়। তিনি বলেন, ৭ বছর ধরে সুন্দরবন বিনাশী রামপাল কয়লা প্রকল্প বাতিলসহ বিদ্যুৎ ও গ্যাস সমস্যা সমাধানের জন্য সাত দফা বাস্তবায়নে আমরা লংমার্চ, প্রতিবাদ-বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করলেও সরকার এই প্রকল্প বাতিল না করে উল্টো সুন্দরবনের জন্য ক্ষতিকর নানা তৎপরতা চালাচ্ছে। তাই আমরা বাধ্য হয়ে হরতাল পালনের কর্মসূচি নিয়েছি। তিনি বলেন, হরতালে বিএনপি সমর্থন দিয়েছে। আমরা এটাকে স্বাগত জানাই। অন্য অনেক রাজনৈতিক দলও জনস্বার্থ রক্ষার এ হরতালে সমর্থন দিয়েছে। আমরা জানি আওয়ামী লীগের অনেকেই সুন্দরবন রক্ষার পক্ষে। আমরা চাই তারাও প্রকাশ্যে আসুক। আমরা আওয়ামী লীগের সমর্থনও এই হরতালে চাই। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির সংগঠক রুহিন হোসেন প্রিন্স, টিপু বিশ্বাস, বজলুর রশিদ ফিরোজ, সাইফুল হক, জোনায়েদ সাকী, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন নান্নু, মানস নন্দী, নাসির উদ্দিন নশু, মাহিন উদ্দিন চৌধুরী লিটন, অর্থনীতিবিদ সুজিত চৌধুরী, প্রকৌশলী মাহবুব সুমন, মিজানুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর