বুধবার, ২৫ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সম্পর্কে হবে নতুন উদাহরণ

—এম জে আকবর

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ-ভারত সম্পর্কে হবে নতুন উদাহরণ

বাংলাদেশ-ভারতের বন্ধুত্বের কারণেই এ উপমহাদেশ আজ সানরাইজ হরাইজন’ বা সূর্যোদয়ের অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের  পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্কের এই স্থিতিশীলতা বাধা না পেলে সহযোগিতার নতুন নতুন বহু উদাহরণ সৃষ্টি হবে।’ আর বাংলাদেশের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠছে মুক্তিযুদ্ধের চেতনায়।’ গতকাল নয়া দিল্লিতে ইন্দো-বাংলাদেশ বহুমুখী সম্পর্ক নিয়ে এক সম্মেলনে তারা এসব কথা বলেন। ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টসের মিলনায়তনে ইনস্টিটিউট অব সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ (আইএসসিএস) নামের একটি সংস্থা এ সম্মেলনের আয়োজক। এম জে আকবরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন আ ক ম মোজাম্মেল হক।

সর্বশেষ খবর