বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

আওয়ামী লীগ কোনো নাম প্রস্তাব করেনি : কাদের

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ কোনো নাম প্রস্তাব করেনি : কাদের

রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠনের বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটিতে নাম দেওয়ার এখতিয়ার রাষ্ট্রপতির। আমরা রাষ্ট্রপতির কাছে কোনো নাম প্রস্তাব করিনি। কাকে কাকে মনোনয়ন দেবেন তা একান্তই রাষ্ট্রপতির এখতিয়ার।

গতকাল দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন, আমরা রাষ্ট্রপতিকে বলেছি- আমরা কোনো নাম দিচ্ছি না। দলীয় কোনো ব্যক্তি এই সার্চ কমিটিতে অন্তর্ভুক্ত হবে- এটা আমরা প্রত্যাশা করি না এবং কোনো দলেরই তা করা উচিত নয়। সার্চ কমিটি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সার্চ কমিটি করতে রাষ্ট্রপতি (নিবন্ধিত) ২৩টিসহ অন্যান্য দলের সঙ্গে সংলাপ করেছেন। শেষে যেহেতু এখন এ সময়ে আইন করার সুযোগ অনুপস্থিত, সেক্ষেত্রে সার্চ কমিটি করবেন- এটাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন। ‘বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা’- দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া বলেছেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। এর জবাবে আমি বলতে চাই, বিএনপি কারফিউ গণতন্ত্রের প্রবক্তা। উল্লেখ্য, সব পরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের লক্ষ্যে ই-টিকিটিং চালু করতে ক্লিয়ারিং হাউস ব্যাংক স্থাপনে ডিটিসিএ ও ডাচ্ বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি অংশ নেন। এ অনুষ্ঠানে বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকার প্রধান প্রতিনিধি তাকাতোশি নিশিকাতা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, ডাচ্ বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। জানা গেছে, পরিবহনে র?্যাপিড পাস ব্যবহারকারীদের নগদ অর্থে ভাড়া পরিশোধ করতে হবে না। পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানও নগদ অর্থ বহনের ঝামেলামুক্ত থাকবে। এমআরটি, বিআরটি, বিআরটিসি, রেলওয়ে, বিআইডব্লিউটিএ ও পাবলিক বাসে এই কার্ড ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা।

সর্বশেষ খবর