শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

কিশোরী অপরাধীদের খোঁজখবর নিলেন প্রধান বিচারপতি

গাজীপুর প্রতিনিধি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা গতকাল গাজীপুরে কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন। সকাল ১০টার দিকে তিনি ঢাকা থেকে সরাসরি গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় অবস্থিত কিশোরী উন্নয়ন কেন্দ্র আকস্মিক পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ওই কেন্দ্রের নিবাসীদের সঙ্গে কথা বলেন। তিনি নিবাসীদের এ কেন্দ্রে আসার কারণ এবং মামলার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে তিনি নিবাসীদের বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র ও থাকার স্থান পরিদর্শন করেন। প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে এসেছেন এমন খবর পেয়ে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার রাসেল শেখ, জেলা সমাজসেবা কর্মকর্তা শংকর সরণ সাহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে ছুটে যান। পরিদর্শনকালে প্রধান বিচারপতি কিশোরী উন্নয়ন কেন্দ্রের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি কেন্দ্রের তত্ত্বাবধায়ককে সব নিবাসীর মামলার যাবতীয় তথ্য তার দফতরে পাঠানোর নির্দেশ দেন। কিশোরী উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আবুল ফজল মো. আমান উল্লাহ জানান, এ কেন্দ্রে ১৫০ জন নিবাসীর আসন রয়েছে। বর্তমানে ১০৯ জন নিবাসী রয়েছে। এর মধ্যে বিচারাধীন হত্যা মামলায় একজন, চুরির মামলায় একজন, মানব পাচার মামলায় দুজন, মাদক মামলায় একজন, সাজাপ্রাপ্ত একজন, ভিকটিম ৫২ জন এবং নিরাপদ হেফাজতি ৫১ জন। তিনি জানান, নিবাসীদের মধ্যে ১৪ জন বাক প্রতিবন্ধী, সাতজন মানসিক প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী, ৯ বছরের নিচে শিশু ১১ জন এবং ১৮ বছরের ঊর্ধ্বে ২২ জন নিবাসী (সেফহোম) রয়েছে।

সর্বশেষ খবর